ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

জীবনে সবচেয়ে কঠিন ম্যাচ খেলেছি : বনুচ্চি

  • আপডেট সময় : ১০:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টাইব্রেকার নামক ভাগ্যের খেলায় সৌভাগ্য সঙ্গে ছিল বলেই স্পেনকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালি। ফাইনালে তারা এখন অপেক্ষায় আছে ইংল্যান্ড কিংবা ডেনমার্কের। তবে তার আগে সেমিফাইনালকে ক্যারিয়ারে খেলা সবচেয়ে কঠিন ম্যাচ বলেই আখ্যায়িত করেছেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। সেমিফাইনালের অসাধারণ লড়াইয়ের ম্যাচে বেশিরভাগ সময়ই স্প্যানিশদের দখলেই ছিল বল। নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত হারতে হলো। নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে লা রোজারা। স্প্যানিশদের এই লড়াকু মানসিকতাকেই কুর্নিশ জানিয়েছেন ৩৪ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার বোনুচ্চি। ম্যাচের পর তিনি বলেন, ‘এটা একটা দুর্র্ধষ এবং কঠিন ম্যাচ ছিল। স্পেনকে কুর্নিশ, ওরা খুবই ভাল খেলেছে। সত্যিটা মেনে নিতে কোন লজ্জা নেই। তবে অন্য কোন দল আমাদের ইতালিয়ানদের মতো লড়াকু, নাছোড় মনোভাব দেখাতে তেমন পারদর্শী নয়। আমরা পুরো ম্যাচেই বারবার সমস্যাতেই পড়েছি। তবে দলের সবাই সমস্যাসঙ্কুল পরিস্থিতির মোকাবিলা করে ফাইনালে জায়গা পাকা করতে বদ্ধপরিকর ছিল।’
প্রথম শটেই ম্যানুয়েল লোকাত্তেলির শট অসাধারণভাবে ডান দিকে ঝাপিয়ে পড়ে বাঁচিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। তবে স্পেনের হয়ে দানি ওলমো ও আলভারো মোরাতা গোল মিস করায় বাকি চারটি শটের প্রতিটায় গোল করে জয় সুনিশ্চিত করে আজ্জুরিরা। সতীর্থ লোকাত্তেলির পাশে দাঁড়িয়ে সাফ নিজের মতামত স্পষ্ট করে দেন ইতালির হয়ে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির সৃষ্টিকারী বোনুচ্চি। ‘যারা পেনাল্টি কিক নেয় না, একমাত্র তারাই কোনদিন পেনাল্টি মিস করে না। আমি গোল করার ব্যাপারে নিশ্চিত ছিলাম। সত্যি বলতে পেনাল্টি নেওয়ার জন্য খেলোয়াড় বাছাই করতে আমাদের প্রথমে একটু সমস্যাই হয়। কারণ অনেকেই পেনাল্টি নিতে আগ্রহী ছিল। সবশেষে, আমি বলব ভাগ্য আমাদের সহায় ছিল যে ম্যনুয়েল (লোকাত্তেলি) প্রথম পেনাল্টি মিস করার পরও আমরা স্পেনের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হই।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জীবনে সবচেয়ে কঠিন ম্যাচ খেলেছি : বনুচ্চি

আপডেট সময় : ১০:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : টাইব্রেকার নামক ভাগ্যের খেলায় সৌভাগ্য সঙ্গে ছিল বলেই স্পেনকে বিদায় করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালি। ফাইনালে তারা এখন অপেক্ষায় আছে ইংল্যান্ড কিংবা ডেনমার্কের। তবে তার আগে সেমিফাইনালকে ক্যারিয়ারে খেলা সবচেয়ে কঠিন ম্যাচ বলেই আখ্যায়িত করেছেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। সেমিফাইনালের অসাধারণ লড়াইয়ের ম্যাচে বেশিরভাগ সময়ই স্প্যানিশদের দখলেই ছিল বল। নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত হারতে হলো। নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে লা রোজারা। স্প্যানিশদের এই লড়াকু মানসিকতাকেই কুর্নিশ জানিয়েছেন ৩৪ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার বোনুচ্চি। ম্যাচের পর তিনি বলেন, ‘এটা একটা দুর্র্ধষ এবং কঠিন ম্যাচ ছিল। স্পেনকে কুর্নিশ, ওরা খুবই ভাল খেলেছে। সত্যিটা মেনে নিতে কোন লজ্জা নেই। তবে অন্য কোন দল আমাদের ইতালিয়ানদের মতো লড়াকু, নাছোড় মনোভাব দেখাতে তেমন পারদর্শী নয়। আমরা পুরো ম্যাচেই বারবার সমস্যাতেই পড়েছি। তবে দলের সবাই সমস্যাসঙ্কুল পরিস্থিতির মোকাবিলা করে ফাইনালে জায়গা পাকা করতে বদ্ধপরিকর ছিল।’
প্রথম শটেই ম্যানুয়েল লোকাত্তেলির শট অসাধারণভাবে ডান দিকে ঝাপিয়ে পড়ে বাঁচিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। তবে স্পেনের হয়ে দানি ওলমো ও আলভারো মোরাতা গোল মিস করায় বাকি চারটি শটের প্রতিটায় গোল করে জয় সুনিশ্চিত করে আজ্জুরিরা। সতীর্থ লোকাত্তেলির পাশে দাঁড়িয়ে সাফ নিজের মতামত স্পষ্ট করে দেন ইতালির হয়ে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির সৃষ্টিকারী বোনুচ্চি। ‘যারা পেনাল্টি কিক নেয় না, একমাত্র তারাই কোনদিন পেনাল্টি মিস করে না। আমি গোল করার ব্যাপারে নিশ্চিত ছিলাম। সত্যি বলতে পেনাল্টি নেওয়ার জন্য খেলোয়াড় বাছাই করতে আমাদের প্রথমে একটু সমস্যাই হয়। কারণ অনেকেই পেনাল্টি নিতে আগ্রহী ছিল। সবশেষে, আমি বলব ভাগ্য আমাদের সহায় ছিল যে ম্যনুয়েল (লোকাত্তেলি) প্রথম পেনাল্টি মিস করার পরও আমরা স্পেনের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হই।’