ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জি-২০ সম্মেলনে মোদি-বাইডেনের আলাপ

  • আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপ হয়েছে। আজ মঙ্গলবার দুই নেতার মধ্যে কথা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে খবরটি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাঁরা কোয়াডের মতো বিভিন্ন জোটের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে জি-২০ শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপর বর্তেছে।’ মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় নয়। কূটনীতির রাস্তায় কী করে ফেরা যায়, তার খোঁজে সবাইকে সচেষ্ট হতে হবে।’
আগামী ১ ডিসেম্বর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন। মোদি বলেন, ‘আগামী বছর জি-২০ নেতারা যখন বুদ্ধ ও গান্ধীজির দেশে (ভারত) মিলিত হবেন, আমি নিশ্চিত, তখন আমরা সবাই বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে পারব।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জি-২০ সম্মেলনে মোদি-বাইডেনের আলাপ

আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপ হয়েছে। আজ মঙ্গলবার দুই নেতার মধ্যে কথা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে খবরটি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাঁরা কোয়াডের মতো বিভিন্ন জোটের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতা ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে জি-২০ শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপর বর্তেছে।’ মোদি বলেন, ‘এটা যুদ্ধের সময় নয়। কূটনীতির রাস্তায় কী করে ফেরা যায়, তার খোঁজে সবাইকে সচেষ্ট হতে হবে।’
আগামী ১ ডিসেম্বর ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে শীর্ষ সম্মেলন। মোদি বলেন, ‘আগামী বছর জি-২০ নেতারা যখন বুদ্ধ ও গান্ধীজির দেশে (ভারত) মিলিত হবেন, আমি নিশ্চিত, তখন আমরা সবাই বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে পারব।’