বিনোদন ডেস্ক 😕 ভারতের কলকাতায় নির্মিত ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তির পর থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সুযোগ এসেছে। আজ ২৩ মে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলকাতার জি বাংলা টেলিভিশনে দেখা যাবে সিনেমাটি। ‘ডিকশনারি’ নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু নিজেই জানিয়েছেন ‘ডিকশনারি’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের খবরটি।
‘ডিকশনারি’ ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলুমী বসু। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনী উঠে এসেছে। আবির-নুসরাতকে দেখা গেছে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনী দেখানো হবে।
জি বাংলায় মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ