ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

জিরাফ ও জলহস্তী শাবকের ‘ভালোবাসা’

  • আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কার্টুন বা অ্যানিমেশনের ভক্ত, অথচ মাদাগাস্কার সিনেমাটি দেখেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৫ সালে এ সিনেমা পশুপাখিদের নিয়ে নির্মিত হয়। মূল চরিত্র একটি সিংহ, একটি জেব্রা, একটি জলহস্তী ও একটি জিরাফ। সিনেমায় সিংহ ও জেব্রা বন্ধু, যেন মানিকজোড়। আর জিরাফ ও জলহস্তীর মধ্যে ভালোবাসার সম্পর্ক। জিরাফ-জলহস্তীর ওই ভালোবাসা এবার রুপালি পর্দা ছাড়িয়ে যেন ধরা পড়েছে বাস্তবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার ওপর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোনো চিড়িয়াখানায় ধারণ করা বলে মনে হয়েছে। সেখানে দেখা যায়, খাঁচার ভেতর থেকে দুটি জিরাফ মাথা বের করে রেখেছে। সেগুলোর একটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায় একটি জলহস্তীশাবক। কাছে গেলে জিরাফটি মাথা নামিয়ে জলহস্তীশাবকটির মুখ স্পর্শ করে, নাকে নাক মিলিয়ে জানান দেয় ভালোবাসার কথা।
টুইটারে শেয়ার করা ভিডিওটি ধারণ করেছেন জয়ি সিনিয়র নামের এক ব্যক্তি। সেটির ওপরে লেখা, ‘এটি আপনার দিনকে আরও প্রাণোচ্ছল করবে।’ এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৮ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। প্রতিক্রিয়া জানিয়েছেন ৩০ হাজারজন। ভিডিওটি শেয়ার করা হয়েছে ২ হাজার ৭০০ বারের বেশি। আর মন্তব্য এসেছে ২৭২টি।
মাদাগাস্কার সিনেমায় জিরাফটির নাম মেলম্যান আর জলহস্তীটি গ্লোরিয়া। ভিডিওটির জিরাফ ও জলহস্তীর ভালোবাসাকে অনেক ইন্টারনেট ব্যবহারকারী মিলিয়েছেন মেলম্যান ও গ্লোরিয়ার সঙ্গে। ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে, মাদাগাস্কার সিনেমাটি সত্য ঘটনা অবলম্বন করে নির্মাণ করা।’ অপর একজন লিখেছেন, ‘আমি জানতাম না, মেলম্যান ও গেল্টারিয়া বাস্তবে আছে।’ ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তাঁর উদ্দেশে একজন বলেন, ‘আপনি আসলেই আমার দিনটি প্রাণোচ্ছল করেছেন।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিরাফ ও জলহস্তী শাবকের ‘ভালোবাসা’

আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

প্রত্যাশা ডেস্ক : কার্টুন বা অ্যানিমেশনের ভক্ত, অথচ মাদাগাস্কার সিনেমাটি দেখেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৫ সালে এ সিনেমা পশুপাখিদের নিয়ে নির্মিত হয়। মূল চরিত্র একটি সিংহ, একটি জেব্রা, একটি জলহস্তী ও একটি জিরাফ। সিনেমায় সিংহ ও জেব্রা বন্ধু, যেন মানিকজোড়। আর জিরাফ ও জলহস্তীর মধ্যে ভালোবাসার সম্পর্ক। জিরাফ-জলহস্তীর ওই ভালোবাসা এবার রুপালি পর্দা ছাড়িয়ে যেন ধরা পড়েছে বাস্তবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘটনার ওপর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কোনো চিড়িয়াখানায় ধারণ করা বলে মনে হয়েছে। সেখানে দেখা যায়, খাঁচার ভেতর থেকে দুটি জিরাফ মাথা বের করে রেখেছে। সেগুলোর একটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায় একটি জলহস্তীশাবক। কাছে গেলে জিরাফটি মাথা নামিয়ে জলহস্তীশাবকটির মুখ স্পর্শ করে, নাকে নাক মিলিয়ে জানান দেয় ভালোবাসার কথা।
টুইটারে শেয়ার করা ভিডিওটি ধারণ করেছেন জয়ি সিনিয়র নামের এক ব্যক্তি। সেটির ওপরে লেখা, ‘এটি আপনার দিনকে আরও প্রাণোচ্ছল করবে।’ এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৮ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। প্রতিক্রিয়া জানিয়েছেন ৩০ হাজারজন। ভিডিওটি শেয়ার করা হয়েছে ২ হাজার ৭০০ বারের বেশি। আর মন্তব্য এসেছে ২৭২টি।
মাদাগাস্কার সিনেমায় জিরাফটির নাম মেলম্যান আর জলহস্তীটি গ্লোরিয়া। ভিডিওটির জিরাফ ও জলহস্তীর ভালোবাসাকে অনেক ইন্টারনেট ব্যবহারকারী মিলিয়েছেন মেলম্যান ও গ্লোরিয়ার সঙ্গে। ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে, মাদাগাস্কার সিনেমাটি সত্য ঘটনা অবলম্বন করে নির্মাণ করা।’ অপর একজন লিখেছেন, ‘আমি জানতাম না, মেলম্যান ও গেল্টারিয়া বাস্তবে আছে।’ ভিডিওটি যিনি শেয়ার করেছেন, তাঁর উদ্দেশে একজন বলেন, ‘আপনি আসলেই আমার দিনটি প্রাণোচ্ছল করেছেন।’