ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

জিয়াশ-হাকিমিদের নিয়ে সতর্ক ফ্রান্স

  • আপডেট সময় : ১২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : যেন কেউ কারো থেকে কম নয়। ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াইটা ছিল এমনই। ইউরোপের দুই দলের দ্বৈরথে শেষ হাসি শিরোপাধারীদের। কৌশল ও শারীরিক দিক থেকে ‘শক্তিশালী’ ইংলিশদের হারিয়ে সন্তুষ্ট দিদিয়ে দেশম। তবে সেই উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না ফরাসি কোচ। শেষ চারের প্রতিপক্ষ মরক্কোর প্রতি সমীহ রেখে বললেন, প্রস্তুত তারা। কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার-ফাইনালে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। হ্যারি কেইন পেনাল্টি মিস না করলে হয়তো ম্যাচের ফল অন্য কিছুও হতে পারত। তবে আপাতত টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখেছে সেমি-ফাইনালে উঠে গেছেন এমবাপে-জিরুদরা। ১৭তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ২৫ গজ দূর থেকে নেওয়া আচমকা শট জালে জড়ালে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে স্পট-কিক থেকে সমতা টানেন কেইন। ৭৮তম মিনিটে অলিভিয়ে জিরুদের দারুণ হেডে আবারও এগিয়ে যায় ফরাসিরা। দুই মিনিট বাদে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু এবার অধিনায়ক মারেন গোলপোস্টের উপর দিয়ে! জয়ের উল্লাসে মাতে ফ্রান্স। ৬০ বছর পর প্রথম কোনো দল হিসেবে শিরোপা ধরে রাখার সম্ভাবনা জাগিয়েছে তারা। ম্যাচের পর দলের পারফরম্যান্সের স্তুতি ঝরে কোচ দেশমের কণ্ঠে। “এটি দুর্দান্ত, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ছিল। আমরা অসাধারণ এক ইংল্যান্ড দলের বিপক্ষে খেলেছি যারা কৌশল ও শারীরিক দিক থেকে শক্তিশালী।” “এই ছেলেদের আবারও শেষ চারে উঠতে পারা দারুণ। এমন মুহূর্তগুলোয় সবাই চায় সময়টা যেন থেমে যায়। এই জয় আজ রাতে আমরা উপভোগ করব। যদিও দুটি পেনাল্টি দিয়েছিলাম আমরা, তবে কিছুটা ভাগ্যবান। প্রাণপণ চেষ্টা ও সাহস দিয়ে আমরা ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়েছি।” কোয়ার্টার-ফাইনালে এদিনই ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে মরক্কো। দুর্দান্ত ছন্দে থাকা দলটি এখন পর্যন্ত আসরে স্রেফ একটি গোল হজম করেছে, কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। তাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নিশ্চিতভাবেই ফেভারিট ফ্রান্স। তবে সেসব ভাবছেন না দেশম। বললেন, নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে সর্বোচ্চটা দিতে মাঠে নামবেন তারা। “আমরা পরের ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেব। মরক্কো প্রশংসার দাবিদার। হয়তো তাদের এখানে (শেষ চারে) আসাটা প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা একটি মাত্র গোল হজম করেছে। এরপর তাদের এখানে দেখা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়।” আগামী বুধবার মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জিয়াশ-হাকিমিদের নিয়ে সতর্ক ফ্রান্স

আপডেট সময় : ১২:৩৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : যেন কেউ কারো থেকে কম নয়। ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াইটা ছিল এমনই। ইউরোপের দুই দলের দ্বৈরথে শেষ হাসি শিরোপাধারীদের। কৌশল ও শারীরিক দিক থেকে ‘শক্তিশালী’ ইংলিশদের হারিয়ে সন্তুষ্ট দিদিয়ে দেশম। তবে সেই উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না ফরাসি কোচ। শেষ চারের প্রতিপক্ষ মরক্কোর প্রতি সমীহ রেখে বললেন, প্রস্তুত তারা। কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার-ফাইনালে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দেয় ফ্রান্স। হ্যারি কেইন পেনাল্টি মিস না করলে হয়তো ম্যাচের ফল অন্য কিছুও হতে পারত। তবে আপাতত টানা দ্বিতীয় শিরোপায় চোখ রেখেছে সেমি-ফাইনালে উঠে গেছেন এমবাপে-জিরুদরা। ১৭তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ২৫ গজ দূর থেকে নেওয়া আচমকা শট জালে জড়ালে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে স্পট-কিক থেকে সমতা টানেন কেইন। ৭৮তম মিনিটে অলিভিয়ে জিরুদের দারুণ হেডে আবারও এগিয়ে যায় ফরাসিরা। দুই মিনিট বাদে ফের পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু এবার অধিনায়ক মারেন গোলপোস্টের উপর দিয়ে! জয়ের উল্লাসে মাতে ফ্রান্স। ৬০ বছর পর প্রথম কোনো দল হিসেবে শিরোপা ধরে রাখার সম্ভাবনা জাগিয়েছে তারা। ম্যাচের পর দলের পারফরম্যান্সের স্তুতি ঝরে কোচ দেশমের কণ্ঠে। “এটি দুর্দান্ত, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ছিল। আমরা অসাধারণ এক ইংল্যান্ড দলের বিপক্ষে খেলেছি যারা কৌশল ও শারীরিক দিক থেকে শক্তিশালী।” “এই ছেলেদের আবারও শেষ চারে উঠতে পারা দারুণ। এমন মুহূর্তগুলোয় সবাই চায় সময়টা যেন থেমে যায়। এই জয় আজ রাতে আমরা উপভোগ করব। যদিও দুটি পেনাল্টি দিয়েছিলাম আমরা, তবে কিছুটা ভাগ্যবান। প্রাণপণ চেষ্টা ও সাহস দিয়ে আমরা ব্যবধান ধরে রাখতে সক্ষম হয়েছি।” কোয়ার্টার-ফাইনালে এদিনই ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে মরক্কো। দুর্দান্ত ছন্দে থাকা দলটি এখন পর্যন্ত আসরে স্রেফ একটি গোল হজম করেছে, কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। তাদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নিশ্চিতভাবেই ফেভারিট ফ্রান্স। তবে সেসব ভাবছেন না দেশম। বললেন, নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে সর্বোচ্চটা দিতে মাঠে নামবেন তারা। “আমরা পরের ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেব। মরক্কো প্রশংসার দাবিদার। হয়তো তাদের এখানে (শেষ চারে) আসাটা প্রত্যাশিত ছিল না। কিন্তু তারা একটি মাত্র গোল হজম করেছে। এরপর তাদের এখানে দেখা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়।” আগামী বুধবার মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই।