ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী র‌্যালির অনুমতি না পেয়ে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ডাকা পূর্বঘোষিত র‌্যালি করার অনুমতি দেয়নি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। গতকাল শুক্রবার দুপুরে শান্তিনগরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভূঁইয়ার নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুর রহিম রাজীব পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক নাফিউর রহমান পাবেল, খিলগাঁও থানা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান হীরা প্রমুখ। এ সময় ছাত্রদল নেতারা বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছি, তাতেও ফ্যাসিস্ট সরকারের ডামি প্রশাসন আমাদের বাধা দিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই ডামি সরকার ও প্রশাসন দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন মুগদা থানা ছাত্রদলের আহ্বায়ক জুলফিকার আহমেদ সিয়াম, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচ. কে হোসেন আলী, ধানমন্ডি থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিঞাসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনসহ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ২৫ আগস্ট তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন এবং ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী র‌্যালির অনুমতি না পেয়ে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ডাকা পূর্বঘোষিত র‌্যালি করার অনুমতি দেয়নি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। গতকাল শুক্রবার দুপুরে শান্তিনগরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভূঁইয়ার নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুর রহিম রাজীব পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রাসেল, যুগ্ম আহবায়ক নাফিউর রহমান পাবেল, খিলগাঁও থানা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান হীরা প্রমুখ। এ সময় ছাত্রদল নেতারা বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছি, তাতেও ফ্যাসিস্ট সরকারের ডামি প্রশাসন আমাদের বাধা দিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই ডামি সরকার ও প্রশাসন দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন মুগদা থানা ছাত্রদলের আহ্বায়ক জুলফিকার আহমেদ সিয়াম, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচ. কে হোসেন আলী, ধানমন্ডি থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম মিলন, খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিঞাসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনসহ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৫ সালের ২৫ আগস্ট তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন এবং ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।