ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

  • আপডেট সময় : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর নীল রঙের একটি কারে করে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।

রাত ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক কবরে সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সাথে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

এসময় জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।’

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান খালেদা জিয়া। ৫ আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাসা থেকে বের হলেন বিএনপি প্রধান।

এসি/আপ্র/০৯/১০/২০

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

আপডেট সময় : ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর নীল রঙের একটি কারে করে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।

রাত ১১টার দিকে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক কবরে সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

এ সময়ে গাড়িতে খালেদা জিয়ার সাথে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

এসময় জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডাম রাতে ইচ্ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।’

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করতে যান খালেদা জিয়া। ৫ আগস্টের পর এই প্রথম পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাসা থেকে বের হলেন বিএনপি প্রধান।

এসি/আপ্র/০৯/১০/২০