ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান

  • আপডেট সময় : ১০:৪১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে প্রথম জয়টা পেয়েছিলেন। এরপরই দুঃসংবাদ পেলেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার। বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, ‘আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছে না।’ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সোহানের জন্য ছিল বড় এক মঞ্চ। প্রথমবার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়কত্ব। প্রথম ম্যাচে নিজে ব্যাট হাতে ভালো করলেও দলকে জেতাতে পারেননি। কিন্তু দ্বিতীয়টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার, অধিনায়কত্ব কে করবেন এ নিয়েও এখন অবধি কিছু জানায়নি বিসিবি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ: এটিএম আজহার

জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান

আপডেট সময় : ১০:৪১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : অধিনায়ক হিসেবে প্রথম জয়টা পেয়েছিলেন। এরপরই দুঃসংবাদ পেলেন নুরুল হাসান সোহান। আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে তার। বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, ‘আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছে না।’ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সোহানের জন্য ছিল বড় এক মঞ্চ। প্রথমবার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়কত্ব। প্রথম ম্যাচে নিজে ব্যাট হাতে ভালো করলেও দলকে জেতাতে পারেননি। কিন্তু দ্বিতীয়টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার, অধিনায়কত্ব কে করবেন এ নিয়েও এখন অবধি কিছু জানায়নি বিসিবি।