ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ড সিরিজ শেষ মার্শের

  • আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশ ও আসছে নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে গত রোববার প্রথম ওয়ানডেতে এই চোট পান মার্শ। পেস বোলিংয়ে ওই ম্যাচে ৬ ওভার করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করতে পারেন কেবল ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি আগামী বুধবার ও শনিবার। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি আগামী ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর। মার্শের চোট যদিও গুরুতর নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠের বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি শুরু ২০ সেপ্টেম্বর। ওই সিরিজে মার্শকে পুরোপুরি ফিট পাওয়ার আশায় আছে তারা। মার্শের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দা হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছিলেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ড সিরিজ শেষ মার্শের

আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশ ও আসছে নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে গত রোববার প্রথম ওয়ানডেতে এই চোট পান মার্শ। পেস বোলিংয়ে ওই ম্যাচে ৬ ওভার করে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করতে পারেন কেবল ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি আগামী বুধবার ও শনিবার। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচ তিনটি আগামী ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর। মার্শের চোট যদিও গুরুতর নয় বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল। অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ফাইনালে হয়েছিলেন ম্যাচ সেরা। আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠের বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটি শুরু ২০ সেপ্টেম্বর। ওই সিরিজে মার্শকে পুরোপুরি ফিট পাওয়ার আশায় আছে তারা। মার্শের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দা হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছিলেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে।