ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল মঙ্গলবার জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জিম্বাবুয়ে জুড়ে চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জন থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের মধ্যে। এর মধ্যে টিকায় বিশ্বাস করে না এমন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ১৫ শিশুও আছে। মুৎসভাংওয়া বলেন, ‘যারা আক্রান্ত হয়েছে, তাদের বেশির ভাগই হামের টিকা নেয়নি। এ জরুরি অবস্থা মোকাবিলায় সরকার সিভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে।’
মুৎসভাংওয়া আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। তার আগে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রবীণ ও ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার। হামের প্রকোপ জিম্বাবুয়ের স্বাস্থ্য খাতকে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ওষুধের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় আছে এ খাত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২

প্রত্যাশা ডেস্ক : আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল মঙ্গলবার জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জিম্বাবুয়ে জুড়ে চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জন থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের মধ্যে। এর মধ্যে টিকায় বিশ্বাস করে না এমন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ১৫ শিশুও আছে। মুৎসভাংওয়া বলেন, ‘যারা আক্রান্ত হয়েছে, তাদের বেশির ভাগই হামের টিকা নেয়নি। এ জরুরি অবস্থা মোকাবিলায় সরকার সিভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে।’
মুৎসভাংওয়া আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। তার আগে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রবীণ ও ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার। হামের প্রকোপ জিম্বাবুয়ের স্বাস্থ্য খাতকে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ওষুধের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় আছে এ খাত।