চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগান দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার মুজিব উর রহমান। চমক হিসেবে আছে নতুন মুখও। গত জুন মাসে সর্বশেষ আফগানিস্তানের পক্ষে খেলেছিলেন মুজিব। ইঞ্জুরির তারপর থেকে লম্বা সময় আর খেলতে পারেননি এই স্পিনার। লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মুজিব। তবে এখনো ফিট হয়ে ফিরতে পারেননি ইব্রাহিম জাদরান।
প্রথমবারের মতো আফগানিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জুবাইদ আকবরি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপই জাতীয় ডাক পেলেন তিনি। এছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন দারউইস রাসুলি। জাতীয় দলে সুযোগ পেয়ে ঘরোয়া টুর্নামেন্ট ও ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন জুবাইদ আকবরি। স্পাগিজা ক্রিকেট লিগের চলতি মৌসুমে এই আফগান ৩৩৬ রানের মালিক, যা দ্বিতীয় সর্বোচ্চ। আকবরির সামনে কেবল সেদিকুল্লাহ অটল। ইমার্জিং এশিয়া কাপে আকবরি করেছিলেন ১৩৭ রান, যা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। জাতীয় দলে এবারই প্রথম পদার্পন আকবরির। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ, পরের দুটি ম্যাচ ১৩ ও ১৪ ডিসেম্বর। দুদল এরপর তিনটি ওয়ানডে ও ২টি টেস্টে মুখোমুখি হবে। আফগানিস্তান ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে। এই সিরিজ দিয়ে বেশ কয়েক মাস পর ফিরছেন মুজিব উর রহমান। টি-টোয়েন্টি এবং ওয়ানডে, দুই দলেই জায়গা পেয়েছেন। হাতের চোটে পড়েছিলেন এ রহস্য স্পিনার। তিনি সবশেষ জাতীয় দলে খেলেছেন জুনে। মুজিবের পাশাপাশি ফিরেছেন ডারউইশ রাসুলিও।
টি-টোয়েন্টি দল
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইশাক (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নাবি, ডারউইশ রাসুলি, জুবাইদ আকবরি, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমেদ, ফজলহক ফারুকী, ফরিদ আহমেদ ও নাভিন উল হক।
ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, সেদিকুল্লাহ অটল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, আল্লাহ গজনফর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ আকবরি
জনপ্রিয় সংবাদ