ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

জিব দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

  • আপডেট সময় : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: একটি বা দুটি নয়, এক মিনিটে জিব দিয়ে ৫৭টি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে দিয়েছেন তিনি। ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ এ কাজ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর।

তেলেঙ্গানার সুরিয়াপেটের বাসিন্দা ক্রান্তি পেশায় স্টান্টম্যান। বিপজ্জনক সব স্টান্ট নেওয়ার জন্য তিনি ‘ড্রিল ম্যান’ নামেও পরিচিত।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স¤প্রতি একটি ভিডিও পোস্ট করে লিখেছে, জিব দিয়ে এক মিনিটে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ফ্যানের পাখা ঘোরা বন্ধ করেছেন ক্রান্তি কুমার পানিকর, যার সংখ্যা ৫৭।

ভিডিওতে দেখা যায়, রঙিন শার্ট পরা লম্বা চুলের ক্রান্তি বেশ কয়েকটি বৈদ্যুতিক ফ্যানের সামনে দাঁড়িয়ে আছেন। এরপরই তিনি দ্রæততার সঙ্গে নিখুঁতভাবে তাঁর জিব দিয়ে ফ্যানের ঘোরা বন্ধ করতে শুরু করেন। তাঁর এ রোমহর্ষ কাÐ দেখে উপস্থিত দর্শকেরা হাততালি দিয়ে ওঠেন। ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়। এখন পর্যন্ত প্রায় ছয় কোটি মানুষ এই ভিডিও দেখেছেন। ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের রেকর্ড করার অর্থ কী, সেটি নিয়েও প্রশ্ন করেছেন কেউ কেউ।

একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘কীভাবে? তাঁর জিব কেটে গেল না?’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের রেকর্ডের আসলেই কি দরকার আছে?’

এমন সমালোচনার পর ক্রান্তি নিজে ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন। তিনি লেখেন, তিনি এটি ছোট্ট গ্রামে বেড়ে উঠেছেন। যেখানে বড় কিছু করার স্বপ্ন দেখাও তাঁদের কাছে ‘অনেক বড় স্বপ্ন’।
ক্রান্তি আরও বলেন, ‘আজ চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া সত্যিই অবিশ্বাস্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে আমি সত্যি সম্মানিত ও কৃতজ্ঞ।’
ক্রান্তি কুমার পানিকরের অন্যান্য রেকর্ডের মধ্যে এক মিনিটে হাতুড়ি দিয়ে নাকের ভেতর ২২টি পেরেক ঢুকিয়ে দেওয়ার রেকর্ড রয়েছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জিব দিয়ে ৫৭টি ফ্যান থামিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

আপডেট সময় : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: একটি বা দুটি নয়, এক মিনিটে জিব দিয়ে ৫৭টি বৈদ্যুতিক ফ্যান থামিয়ে দিয়েছেন তিনি। ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ এ কাজ করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার ক্রান্তি কুমার পানিকর।

তেলেঙ্গানার সুরিয়াপেটের বাসিন্দা ক্রান্তি পেশায় স্টান্টম্যান। বিপজ্জনক সব স্টান্ট নেওয়ার জন্য তিনি ‘ড্রিল ম্যান’ নামেও পরিচিত।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স¤প্রতি একটি ভিডিও পোস্ট করে লিখেছে, জিব দিয়ে এক মিনিটে সবচেয়ে বেশি বৈদ্যুতিক ফ্যানের পাখা ঘোরা বন্ধ করেছেন ক্রান্তি কুমার পানিকর, যার সংখ্যা ৫৭।

ভিডিওতে দেখা যায়, রঙিন শার্ট পরা লম্বা চুলের ক্রান্তি বেশ কয়েকটি বৈদ্যুতিক ফ্যানের সামনে দাঁড়িয়ে আছেন। এরপরই তিনি দ্রæততার সঙ্গে নিখুঁতভাবে তাঁর জিব দিয়ে ফ্যানের ঘোরা বন্ধ করতে শুরু করেন। তাঁর এ রোমহর্ষ কাÐ দেখে উপস্থিত দর্শকেরা হাততালি দিয়ে ওঠেন। ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়। এখন পর্যন্ত প্রায় ছয় কোটি মানুষ এই ভিডিও দেখেছেন। ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের রেকর্ড করার অর্থ কী, সেটি নিয়েও প্রশ্ন করেছেন কেউ কেউ।

একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘কীভাবে? তাঁর জিব কেটে গেল না?’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের রেকর্ডের আসলেই কি দরকার আছে?’

এমন সমালোচনার পর ক্রান্তি নিজে ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন। তিনি লেখেন, তিনি এটি ছোট্ট গ্রামে বেড়ে উঠেছেন। যেখানে বড় কিছু করার স্বপ্ন দেখাও তাঁদের কাছে ‘অনেক বড় স্বপ্ন’।
ক্রান্তি আরও বলেন, ‘আজ চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া সত্যিই অবিশ্বাস্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে আমি সত্যি সম্মানিত ও কৃতজ্ঞ।’
ক্রান্তি কুমার পানিকরের অন্যান্য রেকর্ডের মধ্যে এক মিনিটে হাতুড়ি দিয়ে নাকের ভেতর ২২টি পেরেক ঢুকিয়ে দেওয়ার রেকর্ড রয়েছে।