ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ

জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

  • আপডেট সময় : ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলেই তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটিতে দেখা গেছে, শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও মাহফুজ আলমের সঙ্গে রয়েছেন। মাহফুজ আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিসে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে উপদেষ্টা তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হুসাইনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করতে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জবির চলমান সমস্যার সমাধানে সরকারের স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
অন্যদিকে, বিকেলে আন্দোলনরত জবি শিক্ষার্থীরা বোতলকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানান। তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়।
বোতল ছুড়ে মারার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুড়ে মারে। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ। পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ

জিজ্ঞাসাবাদ শেষে সেই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৯:৩৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলেই তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে এসেছে। ছবিটিতে দেখা গেছে, শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও মাহফুজ আলমের সঙ্গে রয়েছেন। মাহফুজ আলমের নিজস্ব ফেসবুক আইডি থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি অফিসে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে উপদেষ্টা তাকে বাসায় আসার আমন্ত্রণ জানান। এর আগে দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হুসাইনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করতে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই জবির চলমান সমস্যার সমাধানে সরকারের স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
অন্যদিকে, বিকেলে আন্দোলনরত জবি শিক্ষার্থীরা বোতলকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানান। তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কথা বলার এক পর্যায়ে তাকে লক্ষ্য করে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়।
বোতল ছুড়ে মারার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুড়ে মারে। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ। পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশ ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে।