ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

জায়গা দখল করতেই আগেভাগে হাটে ব্যবসায়ীরা

  • আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী রাজধানীতে কোরবানির হাট বসার কথা ঈদের চার দিন আগে। কিন্তু দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আগেই গরু নিয়ে হাটে চলে এসেছেন।
ব্যবসায়ীরা জানান, আপাতত বেচাকেনা নেই। তবে হাটের জায়গা পেতে আগেভাগেই এসেছেন তারা। গতকাল মঙ্গলবার রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন কাওলা শিয়ালডাঙ্গার হাট, বারিধারা ১০০ ফিট সড়ক সংলগ্ন হাট, আফতাবনগর হাট ও মেরাদিয়া বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ২০টি গরু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরাদিয়া হাটে এসেছেন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শনিবার (২ জুলাই) রাতে গরুর ট্রাক লোড করে রবিবার সকালে হাটে এসে পৌঁছেছি। এখনও কোনও গরু বিক্রি হয়নি।’
জাহাঙ্গীর বলেন, ‘ঢাকার মানুষ এত তাড়াতাড়ি গরু কেনেন না। তারা কিনবেন ঈদের দু-এক দিন আগে।’ কেন এত আগে আসেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আগে না এলে হাটে জায়গা পাওয়া যায় না। এখন যারা আসছেন, তারা জায়গা পাচ্ছেন না।’
পাবনার সাঁথিয়ার ব্যবসায়ী সবুর ব্যাপারী এসেছেন আফতাব নগর ইস্টার্ন হাউজিং এলাকার হাটে। তিনি বলেন, ‘আমি ১৭টি গরু নিয়ে এসেছি। কোনও গরু বিক্রি হয়নি। দু-একজন দামদর করছেন।’
তিনি বলেন, ‘আমি এসেছি দুই দিন আগে। দেরিতে এলে হাটে জায়গা পাওয়া যায় না। আগে এলেও ঈদের দু-একদিন আগেই বিক্রি শুরু হয়। আগে আসায় গরুর পেছনে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে।’ এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘হাটে গরু আসতে শুরু করেছে। বিক্রি শুরু হবে আমাদের নির্ধারিত তারিখ থেকে। অল্প অল্প করে আসায় সুবিধা হচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জায়গা দখল করতেই আগেভাগে হাটে ব্যবসায়ীরা

আপডেট সময় : ০২:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী রাজধানীতে কোরবানির হাট বসার কথা ঈদের চার দিন আগে। কিন্তু দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আগেই গরু নিয়ে হাটে চলে এসেছেন।
ব্যবসায়ীরা জানান, আপাতত বেচাকেনা নেই। তবে হাটের জায়গা পেতে আগেভাগেই এসেছেন তারা। গতকাল মঙ্গলবার রাজধানীর আশিয়ান সিটি সংলগ্ন কাওলা শিয়ালডাঙ্গার হাট, বারিধারা ১০০ ফিট সড়ক সংলগ্ন হাট, আফতাবনগর হাট ও মেরাদিয়া বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ২০টি গরু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরাদিয়া হাটে এসেছেন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শনিবার (২ জুলাই) রাতে গরুর ট্রাক লোড করে রবিবার সকালে হাটে এসে পৌঁছেছি। এখনও কোনও গরু বিক্রি হয়নি।’
জাহাঙ্গীর বলেন, ‘ঢাকার মানুষ এত তাড়াতাড়ি গরু কেনেন না। তারা কিনবেন ঈদের দু-এক দিন আগে।’ কেন এত আগে আসেন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আগে না এলে হাটে জায়গা পাওয়া যায় না। এখন যারা আসছেন, তারা জায়গা পাচ্ছেন না।’
পাবনার সাঁথিয়ার ব্যবসায়ী সবুর ব্যাপারী এসেছেন আফতাব নগর ইস্টার্ন হাউজিং এলাকার হাটে। তিনি বলেন, ‘আমি ১৭টি গরু নিয়ে এসেছি। কোনও গরু বিক্রি হয়নি। দু-একজন দামদর করছেন।’
তিনি বলেন, ‘আমি এসেছি দুই দিন আগে। দেরিতে এলে হাটে জায়গা পাওয়া যায় না। আগে এলেও ঈদের দু-একদিন আগেই বিক্রি শুরু হয়। আগে আসায় গরুর পেছনে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে।’ এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘হাটে গরু আসতে শুরু করেছে। বিক্রি শুরু হবে আমাদের নির্ধারিত তারিখ থেকে। অল্প অল্প করে আসায় সুবিধা হচ্ছে।’