বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় গ্যাসবাহী একটি জাহাজের নিচের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার জাবের আহমেদ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জাবের আহমেদ ওই জাহাজে গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত তুরান মিয়ার ছেলে। নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মুনতাসির জানান, মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেল্টা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে ওই প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ এমটি ডেলটা-১। ডিঙি নৌকা নিয়ে জাহাজটির নিচের অংশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় অসাবধানতাবশত পশুর নদীতে পড়ে নিখোঁজ হন গ্রিজার জাবের। কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ হতে মোংলা কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে ফের কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
জনপ্রিয় সংবাদ