নিজস্ব প্রতিবেদক : উপহার হিসেবে জাসদকে ১০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২০টি ইনফারেড থার্মোমিটার দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।
গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস থেকে সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন জাসদের নেতারা। জাসদ নেতারা জানান, করোনা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য কমিউনিস্ট পার্ট অব চায়না’র (সিপিসি) আন্তর্জাতিক বিভাগ ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে ভ্রাতৃপ্রতিম দল জাসদকে ১০ হাজার মাস্ক এবং ২০টি ইনফারেড থার্মোমিটার উপহার হিসাবে পাঠিয়েছে। বেলা সাড়ে ১১টায় চীনা দূতাবাস থেকে জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিনের কাছে এসব উপহারসামগ্রী তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা মি. ফেং।
জাসদকে করোনার সুরক্ষাসামগ্রী দিল চীনা কমিউনিস্ট পার্টি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























