ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

জাল টাকা ‘ছাপিয়ে’ দুই দম্পতিসহ গ্রেপ্তার ৯

  • আপডেট সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদ ঘিরে সক্রিয় ৯ জাল টাকার কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। খুঁজে পাওয়া গেছে দুটি ‘কারখানা’। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে স্বামী স্ত্রীও আছেন দুজন করে। গ্রেপ্তার হয়েছেন আরও একজন নারী।
গত রোববার তাদের ধরা হয় হয় বলে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখানে বলা হয়, গোপন তথ্যে চারজন পুরুষকে গ্রেপ্তার করা হয় প্রথমে। পরে তাদের দেওয়া তথ্যে অন্য একটি বাড়ি থেকে তিন নারীসহ ধরা হয় পাঁচ জনকে। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, লালবাগ থানার কাশ্মিরি লেইন এলাকার একটি ছয়তলা ভবনের ষষ্ঠ ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ‘কারখানা’টি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে ‘কারখানার মহাজন’ বাবুল মিয়া, তার স্ত্রী মিনারা খাতুন, ‘মূল কারিগর’ সাইফুল ইসলাম, তার স্ত্রী মিলি খাতুন এবং নারী কারিগর আলপনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
৮২ লাখ টাকা মূল্যমানের ছাপানো জাল টাকা এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জলছাপ যুক্ত বিশেষ কাগজ, বিভিন্ন রকমের মনোগ্রাম সম্বলিত স্ক্রিন, ডাইস, বিভিন্ন রঙ এর কালি, কাগজ কাটার যন্ত্র, কাঁচি, চাকুও উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা। মশিউর রহমান জানান, এই পাঁচজনকে গ্রেপ্তারের আগে একই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম, আফাজুল ওরফে রাসেল, হাবিবুল্লাহ এবং দুলাল নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পাওয়া যায় ২৫ লাখ টাকা মূল্যমানের জাল নোট। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশ্মিরি লেইনের সেই বাড়িতে অভিযান চালানো হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জাল টাকা ‘ছাপিয়ে’ দুই দম্পতিসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় : ০১:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদ ঘিরে সক্রিয় ৯ জাল টাকার কারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। খুঁজে পাওয়া গেছে দুটি ‘কারখানা’। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে স্বামী স্ত্রীও আছেন দুজন করে। গ্রেপ্তার হয়েছেন আরও একজন নারী।
গত রোববার তাদের ধরা হয় হয় বলে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেখানে বলা হয়, গোপন তথ্যে চারজন পুরুষকে গ্রেপ্তার করা হয় প্রথমে। পরে তাদের দেওয়া তথ্যে অন্য একটি বাড়ি থেকে তিন নারীসহ ধরা হয় পাঁচ জনকে। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, লালবাগ থানার কাশ্মিরি লেইন এলাকার একটি ছয়তলা ভবনের ষষ্ঠ ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ‘কারখানা’টি খুঁজে পাওয়া যায়। সেখান থেকে ‘কারখানার মহাজন’ বাবুল মিয়া, তার স্ত্রী মিনারা খাতুন, ‘মূল কারিগর’ সাইফুল ইসলাম, তার স্ত্রী মিলি খাতুন এবং নারী কারিগর আলপনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
৮২ লাখ টাকা মূল্যমানের ছাপানো জাল টাকা এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, জলছাপ যুক্ত বিশেষ কাগজ, বিভিন্ন রকমের মনোগ্রাম সম্বলিত স্ক্রিন, ডাইস, বিভিন্ন রঙ এর কালি, কাগজ কাটার যন্ত্র, কাঁচি, চাকুও উদ্ধার করা হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা। মশিউর রহমান জানান, এই পাঁচজনকে গ্রেপ্তারের আগে একই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম, আফাজুল ওরফে রাসেল, হাবিবুল্লাহ এবং দুলাল নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পাওয়া যায় ২৫ লাখ টাকা মূল্যমানের জাল নোট। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাশ্মিরি লেইনের সেই বাড়িতে অভিযান চালানো হয়।