ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

জালিয়াতি মামলায় গান্ধীর নাতনীর ৭ বছরের জেল

  • আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক মহাত্মা গান্ধীর নাতনীকে সাত বছরের কারাদা- দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ৫৬ ব্ছর বয়সী আশিস লতা রামগোবিনের বিরুদ্ধে সোমবার এই রায় দেন বিচারক।
রায়ে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ী এসআর মহারাজের কাছ থেকে ৬০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ধার নিয়েছিলেন আশীষ লতা। ভারত থেকে আফ্রিকায় পণ্য রফতানির নামে এই বিরাট অংকের অর্থ নেন তিনি। একই সঙ্গে তিনি ব্যবসা থেকে মুনাফার ভাগ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশীষ লতা মহাত্মা গান্ধীর নাতনী ও মানবাধিকার কর্মী এলা গান্ধী ও প্রয়াত রামগোবিন্দের মেয়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে পরিচয় হয় আশীষ লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করে থাকেন। আর এই সুযোগে ব্যবসায়ী সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি। চুক্তি অনুযায়ী, আশীষ লতা প্রতিশ্রুতি না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদ- ঘোষণা করেছেন আদালত। সূত্র: উইয়ন

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জালিয়াতি মামলায় গান্ধীর নাতনীর ৭ বছরের জেল

আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

প্রত্যাশা ডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক মহাত্মা গান্ধীর নাতনীকে সাত বছরের কারাদা- দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ৫৬ ব্ছর বয়সী আশিস লতা রামগোবিনের বিরুদ্ধে সোমবার এই রায় দেন বিচারক।
রায়ে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ী এসআর মহারাজের কাছ থেকে ৬০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ধার নিয়েছিলেন আশীষ লতা। ভারত থেকে আফ্রিকায় পণ্য রফতানির নামে এই বিরাট অংকের অর্থ নেন তিনি। একই সঙ্গে তিনি ব্যবসা থেকে মুনাফার ভাগ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশীষ লতা মহাত্মা গান্ধীর নাতনী ও মানবাধিকার কর্মী এলা গান্ধী ও প্রয়াত রামগোবিন্দের মেয়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে পরিচয় হয় আশীষ লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করে থাকেন। আর এই সুযোগে ব্যবসায়ী সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি। চুক্তি অনুযায়ী, আশীষ লতা প্রতিশ্রুতি না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদ- ঘোষণা করেছেন আদালত। সূত্র: উইয়ন