এমদাদ শুভ্র
ধ্বংসই মূল মানবতা
আকসা আরাকান
মুখ থুবড়ে স্বাধীনতা
কিসের কাব্যগান?
দ্রোহের কাব্যগান
নেই মুসলিম ঐক্যে বন্দি
মুশরিকদের চক্রসন্ধি
দীপ্তকণ্ঠে দাও জানিয়ে
নবীণ নওজোয়ান
‘জালিমরা সাবধান’
ইতিহাস যুদ্ধের, খালিদ আলি ওমরের
তূণে তীর, সুতীক্ষè তলোয়ার, কোমরের
আল্লার রাহে প্রাণ
‘জালিমরা সাবধান’
নেই সীমানা মুসলমানের, নেই দেশ, নেই কাল
কাতারবন্দি এক কেবলায় সুন্নাতে উত্তাল
সংগ্রামে কোরআন
‘জালিমরা সাবধান’
আজকের প্রত্যাশা/কেএমএএ