ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

জার্সিতে আদিবাসী নকশা এঁকে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠের টি-টুয়েন্টি বিশ্বকাপে আদিবাসী শিল্পকর্মের নকশা আঁকা জার্সি পরে খেলবে অস্ট্রেলিয়া। এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসী নকশাযুক্ত জার্সিতে নামবে অজিরা। জার্সির হাতের দিকের ও কলারের রং রাখা হয়েছে কালো। উপরের অংশের ডানপাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো শোভা পাচ্ছে। দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা অস্ট্রেলিয়া। আদিবাসী শিল্পকর্মটি হলুদ রঙকে ব্যাকগ্রাউন্ডে রেখে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে। জার্সির পেছনের অংশেও আছে নকশা। কনুইয়ের খানিক উপর থেকে হাতের নিচের অংশ পর্যন্ত সোনালী ও সবুজ রং দিয়ে কারুকার্য করা হয়েছে। স্বাগতিকরা কালো রংয়ের ট্রাউজার পরে নামবে। ক্যাপের কানায় কুইন্সল্যান্ড রাজ্যের অন্তর্ভুক্ত টরেস স্ট্রেট আইল্যান্ডার এবং আদিবাসীদের নিজস্ব পতাকার রংও দেখা যাবে। অস্ট্রেলিয়ার জার্সির নকশা করেছেন আন্টি ফিওনা ক্লার্ক এবং কোর্টনি হেগেন। আগেও তারা দেশের আদিবাসীদের পোশাকের নকশা নিয়ে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে বক্সিং ডে টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এক নকশা তৈরি করেছিলেন আন্টি ফিওনা ক্লার্ক। অস্ট্রেলিয়ার জার্সির কলারে তা স্থান পেয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জার্সিতে আদিবাসী নকশা এঁকে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠের টি-টুয়েন্টি বিশ্বকাপে আদিবাসী শিল্পকর্মের নকশা আঁকা জার্সি পরে খেলবে অস্ট্রেলিয়া। এই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আদিবাসী নকশাযুক্ত জার্সিতে নামবে অজিরা। জার্সির হাতের দিকের ও কলারের রং রাখা হয়েছে কালো। উপরের অংশের ডানপাশে বিশ্বকাপ ও বাঁ-পাশে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো শোভা পাচ্ছে। দুই লোগোর নিচে ও আদিবাসী নকশার মাঝে লেখা অস্ট্রেলিয়া। আদিবাসী শিল্পকর্মটি হলুদ রঙকে ব্যাকগ্রাউন্ডে রেখে পুরো জার্সিজুড়ে নকশা করা হয়েছে। জার্সির পেছনের অংশেও আছে নকশা। কনুইয়ের খানিক উপর থেকে হাতের নিচের অংশ পর্যন্ত সোনালী ও সবুজ রং দিয়ে কারুকার্য করা হয়েছে। স্বাগতিকরা কালো রংয়ের ট্রাউজার পরে নামবে। ক্যাপের কানায় কুইন্সল্যান্ড রাজ্যের অন্তর্ভুক্ত টরেস স্ট্রেট আইল্যান্ডার এবং আদিবাসীদের নিজস্ব পতাকার রংও দেখা যাবে। অস্ট্রেলিয়ার জার্সির নকশা করেছেন আন্টি ফিওনা ক্লার্ক এবং কোর্টনি হেগেন। আগেও তারা দেশের আদিবাসীদের পোশাকের নকশা নিয়ে একসঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে বক্সিং ডে টেস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এক নকশা তৈরি করেছিলেন আন্টি ফিওনা ক্লার্ক। অস্ট্রেলিয়ার জার্সির কলারে তা স্থান পেয়েছিল।