ক্রীড়া ডেস্ক : কোস্টা রিকার বিপক্ষে আনসু ফাতিকে বদলি হিসেবও নামাননি লুইস এনরিকে। শুরুর একাদশে রাখেননি আলভারো মোরাতাকে। সত্যিকারের কোনো নাম্বার নাইনকে ছাড়াও অবশ্য গোল করতে কোনো অসুবিধা হয়নি স্পেনের। তবে জার্মানির বিপক্ষে একাদশ এমন থাকবে না বলে জানিয়ে দিলেন দলটির কোচ এনরিকে। দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে ২০১০ আসরের চ্যাম্পিয়ন স্পেন। তুলে নিয়েছে ৭-০ গোলের বিশাল জয়। বিশ্বকাপে যা তাদের সবচেয়ে বড় জয়। বিশ্ব মঞ্চে এর আগে তাদের সেরা জয় ছিল বুলগেরিয়ার বিপক্ষে। ১৯৯৮ আসরে ওই ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছিল তারা। স্পেনের এই রেকর্ড গড়া জয়ে জোড়া গোল করেন ফেররান তরেস। একটি করে দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা। গ্রুপের আরেক ম্যাচে জাপানের বিপক্ষে অবিশ্বাস্যভাবে হেরে গেছে জার্মানি। স্পেনের পরের ম্যাচ চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে, আগামী রোববার। সেদিন দাপটের সঙ্গে ঘুরে দাঁড়াতে চাইবে প্রতিপক্ষ, ভালো করেই জানেন এনরিকে। নতুন পরিকল্পনা সাজাতে একাদশে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আনা হবে বলে জানালেন স্পেন কোচ। “জানি না কে খেলবে, তবে সম্ভবত আমি লাইন-আপের পুনরাবৃত্তি করব না। সাতটি ম্যাচ আমরা একই একাদশ নিয়ে খেলব না। আমি নিশ্চিত কিছু পরিবর্তন আনব।”