ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো যে জার্মানি জাতীয় ফুটবল দলের দাত্বিয় ছাড়বেন সেটা পুরোনো খবর। তবে তার জায়গা কাকে দায়িত্ব দেয়া হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে রহস্য উম্মোচন করেছে জার্মানি ফুটবল ফেডারেশন। ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই বায়ার্ন মিউনিখের এই কোচকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা।
সংবাদ সংস্থা এএফপিকে জার্মানির নতুন কোচ বললেন, ‘দ্রুত সব ঘটে গেল সবকিছু, চোখের পলকেই যেন। আসছে শরৎ থেকে জার্মানির কোচ আমি, আমার আর তর সইছে না। সেখানকার খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের মান কেমন তা আমি জানি।’
শেষ এক বছরে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্নকে সাতটি শিরোপা সাতটি শিরোপা জেতানোর মাধ্যমে আলোচনা উসেন ফ্লিক। কোচ নিকো কোভাচের বরখাস্ত হওয়ার পর বায়ার্নের দায়িত্ব নেন তিনি। এরপর ২০১৯-২০ মৌসুমের সব বড় শিরোপা আর ২০২০-২১ মৌসুমে লিগ, উয়েফা সুপার কাপ, বিশ্বকাপসহ, জেতেন চারটি শিরোপা।
এরপরই ক্লাবের সঙ্গে বনিবনতা না হওয়ায় ঘোষণা দেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার। সে সুযোগটাই লুফে নিয়েছে জার্মান ফুটবল। দলে ফিরিয়েছে তাকে, এবার প্রধান কোচ হিসেবে
জার্মানির কোচের দায়িত্ব পাচ্ছেন ফ্লিক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























