ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জামিলের ‘সিলেটি বউ’

  • আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী রোদেলা মির্জা সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সিলেটি বউ’ নামের একটি একক নাটকে। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি নিয়ে রোদেলা বলেন, ভিন্ন ঘরানার একটি গল্পে কাজ করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে পান খেতে হয়েছে। যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এত বেশি পান খেতে হয়েছে যে, মুখে কিছু দিতে পারছি না। এর গল্পটি চমৎকার। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে। পরিচালক নাজমুল রনি বলেন, সিলেটি একটি মেয়ের জীবন সংগ্রাম নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে। পরিবারের অমতে শহরে এসে বিয়ে করে যে ধরনের সমস্যায় পড়তে সেসব এতে তুলে ধরা হয়েছে। এতে কমেডি-রোমান্টিক একটি গল্প দর্শকেরা দেখতে পাবে। এই নির্মাতা আরও জানান, দৃশ্যধারণের পর সম্পাদনার কাজ চলছে নাটকটি। শিগগিরই বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামিলের ‘সিলেটি বউ’

আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী রোদেলা মির্জা সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সিলেটি বউ’ নামের একটি একক নাটকে। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি নিয়ে রোদেলা বলেন, ভিন্ন ঘরানার একটি গল্পে কাজ করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে পান খেতে হয়েছে। যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এত বেশি পান খেতে হয়েছে যে, মুখে কিছু দিতে পারছি না। এর গল্পটি চমৎকার। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে। পরিচালক নাজমুল রনি বলেন, সিলেটি একটি মেয়ের জীবন সংগ্রাম নিয়ে এই নাটকটি নির্মিত হয়েছে। পরিবারের অমতে শহরে এসে বিয়ে করে যে ধরনের সমস্যায় পড়তে সেসব এতে তুলে ধরা হয়েছে। এতে কমেডি-রোমান্টিক একটি গল্প দর্শকেরা দেখতে পাবে। এই নির্মাতা আরও জানান, দৃশ্যধারণের পর সম্পাদনার কাজ চলছে নাটকটি। শিগগিরই বিন্দু ভীষণ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।