ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জামিন পেয়ে ওসির বিচার দাবী

  • আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতা : জামিনে মুক্তি পেয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন। এর আগে বুধবার (১৯ মার্চ) একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মেয়ে সারজিনা মিমসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই দিনই তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ইসরাত জাহান শিরীন। এ সময় জেলা মহিলা দলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান শিরীন বলেন, গত ১১ মার্চ বরগুনা থানায় মেয়ের জামাই মো. সোহানের নামে একটি মামলা করা হয়। পরে ১৮ মার্চ আনুমানিক রাত ১০টার দিকে বরগুনা থানার এসআই সাইদুর ফোন দিয়ে বলেন জামাই সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর শুনেই তৎক্ষণিক আমার মেয়ে সারজিনা মিম ও তার দুই বছরের বাচ্চা এবং আমার বোনের ছেলে অনিককে সঙ্গে নিয়ে থানায় যাই। এ সময় আমার মেয়ের জামাইকে একটু পরে থানার হাজতখানায় নেওয়ার জন্য এসআই সাইদুলকে অনুরোধ করি।

এছাড়াও আমার মেয়ে চিৎকার দিয়ে দৌড়ে তার স্বামীর কাছে ছুটে যেতে চাইলে মেয়েকে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরে মহিলা পুলিশ ডেকে আমাদেরকে থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ওসি দেওয়ান জগলুল হাসানসহ অন্য পুলিশ সদস্যরা মোবাইলে আমাদের ছবি ধারণ করেন। এছাড়াও আমাকে উদ্দেশ্য করে রাস্তার মহিলা বলে গালাগালি করেন। এ সময় আমি প্রতিবাদ করি।

পরবর্তীতে আমি ও আমার মেয়ে সারজিনা মিমের বিরুদ্ধে ওসি দেওয়ান জগলুল হাসান ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান উল্লেখ করে একটি মিথ্যা মামলা করেন। এ ঘটনার বিচার দাবি করে ইসরাত জাহান শিরীন বলেন, আমি ও আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চাই। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি জানাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জামিন পেয়ে ওসির বিচার দাবী

আপডেট সময় : ০৭:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বরগুনা সংবাদদাতা : জামিনে মুক্তি পেয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন। এর আগে বুধবার (১৯ মার্চ) একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মেয়ে সারজিনা মিমসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই দিনই তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ইসরাত জাহান শিরীন। এ সময় জেলা মহিলা দলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান শিরীন বলেন, গত ১১ মার্চ বরগুনা থানায় মেয়ের জামাই মো. সোহানের নামে একটি মামলা করা হয়। পরে ১৮ মার্চ আনুমানিক রাত ১০টার দিকে বরগুনা থানার এসআই সাইদুর ফোন দিয়ে বলেন জামাই সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর শুনেই তৎক্ষণিক আমার মেয়ে সারজিনা মিম ও তার দুই বছরের বাচ্চা এবং আমার বোনের ছেলে অনিককে সঙ্গে নিয়ে থানায় যাই। এ সময় আমার মেয়ের জামাইকে একটু পরে থানার হাজতখানায় নেওয়ার জন্য এসআই সাইদুলকে অনুরোধ করি।

এছাড়াও আমার মেয়ে চিৎকার দিয়ে দৌড়ে তার স্বামীর কাছে ছুটে যেতে চাইলে মেয়েকে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরে মহিলা পুলিশ ডেকে আমাদেরকে থানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় ওসি দেওয়ান জগলুল হাসানসহ অন্য পুলিশ সদস্যরা মোবাইলে আমাদের ছবি ধারণ করেন। এছাড়াও আমাকে উদ্দেশ্য করে রাস্তার মহিলা বলে গালাগালি করেন। এ সময় আমি প্রতিবাদ করি।

পরবর্তীতে আমি ও আমার মেয়ে সারজিনা মিমের বিরুদ্ধে ওসি দেওয়ান জগলুল হাসান ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান উল্লেখ করে একটি মিথ্যা মামলা করেন। এ ঘটনার বিচার দাবি করে ইসরাত জাহান শিরীন বলেন, আমি ও আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চাই। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি জানাই।