ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জামিনে মুক্ত ইরানের বিখ্যাত সেই অভিনেত্রী

  • আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেন ইরানের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এমন খবরই দিয়েছে বিশ্ব মিডিয়া। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (৪ জানুয়ারি) জামিনে মুক্তি পেয়েছেন তারানেহ আলিদুস্তি। মুক্তির পর উচ্ছ্বসিত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আলিদুস্তির জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাহরা মিনোই। এমনকি এই অভিনেত্রীর মা বুধবার তার মেয়ের জামিনে মুক্ত হওয়ার খবরটি সবার সঙ্গে শেয়ার করেন।
আলিদুস্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো, ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছেন তিনি। গেল ১৭ ডিসেম্বর এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ এনে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিলো। অস্কারজয়ী আলিদুস্তির গ্রেপ্তারের পর সারা বিশ্বে নিন্দার ঝড় বইয়ে যায়। বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এমন ঘটনার নিন্দা জানান। বিবৃতি দেয় অস্কার কমিটি থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসব আয়োজকরাও। শুধু তাই নয়, হলিউড তারকা কেট উইনসলেট এর মতো তারকারাও আলিদুস্তির বিনাশর্তে মুক্তির দাবীতে সোচ্চার হন। গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা সর্বশেষ পোস্টে তারানেহ আলিদুস্তি লিখেছিলেন, ‘মোহসেন শেকারি ছিল তার নাম। যেই আন্তর্জাতিক সংস্থাগুলো এমন রক্তক্ষয় দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা মানবতার প্রতি অসম্মান করছেন।’
৯ ডিসেম্বর সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে ২৩ বছর বয়সী মোহসেন শেকারির মৃত্যুদ- কার্যকর করা হয় ইরানে। নভেম্বরেও দুই ইরানি অভিনেত্রী হেনগামেহ ঘাজিয়ানি ও কাটাইওয়ুন রিয়াহিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে সমর্থন দেয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন তারাও। পুলিশী হেফাজতে ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। তার কয়েকদিন আগে নারীদের জন্য দেশটির কঠোর পোশাকনীতি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের সুত্রপাত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জামিনে মুক্ত ইরানের বিখ্যাত সেই অভিনেত্রী

আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক : গ্রেপ্তারের তিন সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেন ইরানের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এমন খবরই দিয়েছে বিশ্ব মিডিয়া। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (৪ জানুয়ারি) জামিনে মুক্তি পেয়েছেন তারানেহ আলিদুস্তি। মুক্তির পর উচ্ছ্বসিত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আলিদুস্তির জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাহরা মিনোই। এমনকি এই অভিনেত্রীর মা বুধবার তার মেয়ের জামিনে মুক্ত হওয়ার খবরটি সবার সঙ্গে শেয়ার করেন।
আলিদুস্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো, ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছেন তিনি। গেল ১৭ ডিসেম্বর এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া তথ্য প্রকাশের পাশাপাশি বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগ এনে অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিলো। অস্কারজয়ী আলিদুস্তির গ্রেপ্তারের পর সারা বিশ্বে নিন্দার ঝড় বইয়ে যায়। বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এমন ঘটনার নিন্দা জানান। বিবৃতি দেয় অস্কার কমিটি থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসব আয়োজকরাও। শুধু তাই নয়, হলিউড তারকা কেট উইনসলেট এর মতো তারকারাও আলিদুস্তির বিনাশর্তে মুক্তির দাবীতে সোচ্চার হন। গ্রেপ্তারের আগে সামাজিক মাধ্যমে শেয়ার করা সর্বশেষ পোস্টে তারানেহ আলিদুস্তি লিখেছিলেন, ‘মোহসেন শেকারি ছিল তার নাম। যেই আন্তর্জাতিক সংস্থাগুলো এমন রক্তক্ষয় দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা মানবতার প্রতি অসম্মান করছেন।’
৯ ডিসেম্বর সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার দায়ে ২৩ বছর বয়সী মোহসেন শেকারির মৃত্যুদ- কার্যকর করা হয় ইরানে। নভেম্বরেও দুই ইরানি অভিনেত্রী হেনগামেহ ঘাজিয়ানি ও কাটাইওয়ুন রিয়াহিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভে সমর্থন দেয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন তারাও। পুলিশী হেফাজতে ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। তার কয়েকদিন আগে নারীদের জন্য দেশটির কঠোর পোশাকনীতি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের সুত্রপাত।