ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই গ্রেফতার হবেন ইমরান!

  • আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। স্থানীয় সময় রোববার তিনি এমনটি জানান। সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সারা দেশে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছ। তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্র তাকে গ্রেফতার করবেন। প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন। গত ২৫ মে আজাদি মার্চকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল। এ দিকে একটি টুইট বার্তায় ইমরান খানের ইমরান খানের ইসলামাবাদ ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৫ মে আজাদি মার্চ শেষে ইমরান খান পেশোয়ারেই অবস্থান করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই গ্রেফতার হবেন ইমরান!

আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। স্থানীয় সময় রোববার তিনি এমনটি জানান। সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সারা দেশে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছ। তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্র তাকে গ্রেফতার করবেন। প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন। গত ২৫ মে আজাদি মার্চকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল। এ দিকে একটি টুইট বার্তায় ইমরান খানের ইমরান খানের ইসলামাবাদ ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৫ মে আজাদি মার্চ শেষে ইমরান খান পেশোয়ারেই অবস্থান করছেন।