নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামের কারাবন্দি নেতা মিয়া গোলাম পরওয়ারকে আরেক মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় তাকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি গতকাল সোমবার দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
গত বছরের ৭ সেপ্টেম্বরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে হামলার ঘটনায় এই মামলা হয়েছিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ারকে গত বছরের ৯ জুলাই ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে কারাগারে রয়েছেন তিনি। পল্টন থানার মামলাটিতে পরওয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে পরওয়ারের পক্ষে আইনজীবী এস এম কামাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিন রিমান্ডের আদেশ দেন। মামলাটি করেন খন্দকার আরিফুজ্জামান নামে এক ব্যক্তি। রিমান্ডের আবেদনে বলা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, ষড়যন্ত্রের অর্থ জোগানদাতাদের শনাক্ত করা এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের জন্য পরোয়ারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শওকত হোসেন জানান, কারাবন্দি পরোয়ারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ার রিমান্ডে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ