সুজাউদ্দৌলা সুজন, জামালপুর : পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা,ঘাট,ফসলী জমি। ঘরবাড়ী ও রাস্তায় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দূর্ভোগে পড়েছে। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরে বন্যা দেখা দিয়েছে। যমুনার ফুঁসে উঠা পানি হুহু করে প্রবেশ করছে নিম্নাঞ্চলে। ব্রহ্মপুত্র যমুনা,দশআনীসহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তা,ঘাট,ফসলী জমি। ঘরবাড়ী ও রাস্তায় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দূর্ভোগে পড়েছে। ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও ৪৮ ঘন্টা জেলার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।
জনপ্রিয় সংবাদ