ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।

তারা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্নামোনাফ-এর পুত্র মজনু মিয়া (২৫), রান্ধনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মমিন মিয়া (৪০), ভাংগুনী ডাঙ্গা গ্রামের মোঃ ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় ভিকটিম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় অভিযুক্তরা হাবিবা আক্তার চৈতিকে অপহরণ করে। এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে ২৭ এপ্রিল মজনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মমিন মিয়া এবং ৭/৩০ ধারায় হানিফ খন্দকার, মমিন মিয়া, জহুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান। মামলায় রাষ্ট্রপক্ষ ৪ জন সাক্ষী উপস্থাপন করে। এতে প্রায় ৪ বছর আইনি লড়াই শেষে অভিযুক্তরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত ৪ জনকে যাবজ্জীবন এবং ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুরে অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় প্রদান করেন।

তারা হলেন- জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মুন্নামোনাফ-এর পুত্র মজনু মিয়া (২৫), রান্ধনীগাছা গ্রামের মরহুম হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মমিন মিয়া (৪০), ভাংগুনী ডাঙ্গা গ্রামের মোঃ ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৭)।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ ফজলুল হক সাংবাদিকদের জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় ভিকটিম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার সময় অভিযুক্তরা হাবিবা আক্তার চৈতিকে অপহরণ করে। এ ব্যাপারে ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে ২৭ এপ্রিল মজনু মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৭ ধারায় মমিন মিয়া এবং ৭/৩০ ধারায় হানিফ খন্দকার, মমিন মিয়া, জহুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান। মামলায় রাষ্ট্রপক্ষ ৪ জন সাক্ষী উপস্থাপন করে। এতে প্রায় ৪ বছর আইনি লড়াই শেষে অভিযুক্তরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত ৪ জনকে যাবজ্জীবন এবং ৫০ হাজার করে টাকা জরিমানা করেছে।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫