ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরাতে আপিলের রায় ১ জুন

  • আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন নিয়ে আপিল ও প্রতীক ফিরে পেতে দলটির করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১ জুন দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

চতুর্থ দিনের শুনানি শেষে বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।

এদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইমরার আব্দুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিম মোমেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আদেশের দিন ঠিক করার পর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে আপিল আবেদনের ওপর শুনানি শেষ করে আপিল বিভাগ রায়ের জন্য আগামী ১ জুন দিন ঠিক করেছেন। আশা করছি আমরা রায়ে নিবন্ধন ফিরে পাবো।

 

আর ফুল কোর্ট সভার প্রশাসনিক সিদ্ধান্তে বাতিল হওয়া জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা নিয়েও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা চেয়েছি। আমরা আশা করছি, নিবন্ধনের পাশাপাশি ওইদিন রায়ে আমরা রাজনৈতিক দল হিসেব জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে নির্দেশনা দেবেন আদালত। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন ও প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী দেশের জনগণের মাঝে ফিরে আসবে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) তৃতীয় দিনের মতো শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য ১৪ মে দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়েছে।

 

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল (আংশিক শ্রুত) আগের ধারাবাহিকতায় আজ আপিল বিভাগে শুনানির জন্য ১২ নম্বর ক্রমিকে ছিল।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ২০১৩ সালে আপিলটি করে। এই আপিলের সঙ্গে ২০১৩ সালে দলটির করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) এবং প্রতীক বরাদ্দ বিষয়ে নির্দেশনা চেয়ে করা একটি আবেদনও একই কার্যতালিকায় ওঠে।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ রায় দিয়েছিলেন।

 

সংখ্যাগরিষ্ঠ মতে দলটির নিবন্ধন দেওয়া অবৈধ ঘোষণা করা হয়। এর সঙ্গে দ্বিমত পোষণ করে অপর বিচারপতি নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা দলটির আবেদন দ্রুত নিষ্পত্তির পক্ষে মত দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরাতে আপিলের রায় ১ জুন

আপডেট সময় : ০৮:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন নিয়ে আপিল ও প্রতীক ফিরে পেতে দলটির করা আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১ জুন দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

চতুর্থ দিনের শুনানি শেষে বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন।

এদিন জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইমরার আব্দুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিম মোমেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আদেশের দিন ঠিক করার পর অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে আপিল আবেদনের ওপর শুনানি শেষ করে আপিল বিভাগ রায়ের জন্য আগামী ১ জুন দিন ঠিক করেছেন। আশা করছি আমরা রায়ে নিবন্ধন ফিরে পাবো।

 

আর ফুল কোর্ট সভার প্রশাসনিক সিদ্ধান্তে বাতিল হওয়া জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা নিয়েও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা চেয়েছি। আমরা আশা করছি, নিবন্ধনের পাশাপাশি ওইদিন রায়ে আমরা রাজনৈতিক দল হিসেব জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে নির্দেশনা দেবেন আদালত। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন ও প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী দেশের জনগণের মাঝে ফিরে আসবে।

এর আগে মঙ্গলবার (১৩ মে) তৃতীয় দিনের মতো শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য ১৪ মে দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়েছে।

 

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল (আংশিক শ্রুত) আগের ধারাবাহিকতায় আজ আপিল বিভাগে শুনানির জন্য ১২ নম্বর ক্রমিকে ছিল।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ২০১৩ সালে আপিলটি করে। এই আপিলের সঙ্গে ২০১৩ সালে দলটির করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) এবং প্রতীক বরাদ্দ বিষয়ে নির্দেশনা চেয়ে করা একটি আবেদনও একই কার্যতালিকায় ওঠে।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ রায় দিয়েছিলেন।

 

সংখ্যাগরিষ্ঠ মতে দলটির নিবন্ধন দেওয়া অবৈধ ঘোষণা করা হয়। এর সঙ্গে দ্বিমত পোষণ করে অপর বিচারপতি নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা দলটির আবেদন দ্রুত নিষ্পত্তির পক্ষে মত দেন।