ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

জামদানি শাড়ি-শাপলা ফুলের ন্যাশনাল কস্টিউমে মিথিলা

  • আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রতিনিয়ত বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করছেন তিনি।

আগামীকাল জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। মূল প্রতিযোগিতার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীরা।

মঙ্গলবার ছিল ন্যাশনাল কস্টিউম পর্ব। সেখানে প্রতিযোগীরা মঞ্চে হেঁটেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য ধারণ করে।

মিথিলা সেই পর্বে বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি। দেশের ঐতিহ্য তুলে ধরতে নির্বাচন করেছেন সাদা জামদানি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম -দ্য কুইন অব বেঙ্গল।’

পোশাকটির বিস্তারিত জানিয়ে আরো লেখেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে পরেছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি। এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’

বুধবার দুপুরে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। পারফরম্যান্স খুব ভালো হয়েছে। সবাই প্রশংসা করেছে।’

এরপর আবেগাপ্লুত হয়ে যোগ করেন, ‘স্টেজ থেকে নামার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছিল। অনেক আবেগ কাজ করছিল। এই অনুভূতি বোঝানো যায় না। মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশকে উপস্থাপন করা। এটা কত বড় সাহস আর শক্তির ব্যাপার, সেটা মঞ্চে ওঠার পরই টের পাওয়া যায়।’

আগামীকাল প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। মিথিলাকে ঘিরে তাই এখন উত্তেজনা পুরো বাংলাদেশে।

এদিকে মিস ইউনিভার্সের দুই বিচারক হঠাৎ করে পদত্যাগ করেছেন। তাদের একজন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।

এসি/আপ্র/২০/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে ৪৭৬ রানে থামলো বাংলাদেশ

জামদানি শাড়ি-শাপলা ফুলের ন্যাশনাল কস্টিউমে মিথিলা

আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। প্রতিনিয়ত বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করছেন তিনি।

আগামীকাল জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। মূল প্রতিযোগিতার আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে অংশ নিচ্ছেন বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীরা।

মঙ্গলবার ছিল ন্যাশনাল কস্টিউম পর্ব। সেখানে প্রতিযোগীরা মঞ্চে হেঁটেছেন নিজ নিজ দেশের ঐতিহ্য ধারণ করে।

মিথিলা সেই পর্বে বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের চিরায়ত পোশাক শাড়ি। দেশের ঐতিহ্য তুলে ধরতে নির্বাচন করেছেন সাদা জামদানি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম -দ্য কুইন অব বেঙ্গল।’

পোশাকটির বিস্তারিত জানিয়ে আরো লেখেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে পরেছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি। এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’

বুধবার দুপুরে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। পারফরম্যান্স খুব ভালো হয়েছে। সবাই প্রশংসা করেছে।’

এরপর আবেগাপ্লুত হয়ে যোগ করেন, ‘স্টেজ থেকে নামার পর থেকেই আমার খুব কান্না পাচ্ছিল। অনেক আবেগ কাজ করছিল। এই অনুভূতি বোঝানো যায় না। মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশকে উপস্থাপন করা। এটা কত বড় সাহস আর শক্তির ব্যাপার, সেটা মঞ্চে ওঠার পরই টের পাওয়া যায়।’

আগামীকাল প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। মিথিলাকে ঘিরে তাই এখন উত্তেজনা পুরো বাংলাদেশে।

এদিকে মিস ইউনিভার্সের দুই বিচারক হঠাৎ করে পদত্যাগ করেছেন। তাদের একজন নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন। ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।

এসি/আপ্র/২০/১১/২০২৫