ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

জাপান সাগরে অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে রাশিয়া

  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক :জাপান সাগরে একটি নকল লক্ষ্যবস্তুতে জাহাজ-বিধ্বংসী সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) এ পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী।
নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো জাপান সাগরে একটি নকল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নকল লক্ষ্যবস্তুটি ৬২ দশমিক ১৪ মাইল (১০০ কিলোমিটার) দূরে ছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে এটিতে সরাসরি আঘাত করা হয়। এ পরীক্ষায় আমরা সফল হয়েছি। পি-২৭০ মস্কিট হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
রাশিয়ার সুপারসনিক নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষতি বা হতাহত নেই বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেছেন, মস্কোর এ ধরনের অভিযান সম্পর্কে টোকিং যথেষ্ট সজাগ থাকবে। এক সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এরমধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

জাপান সাগরে অ্যান্টি-শিপ মিসাইল ছুড়েছে রাশিয়া

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

বিদেশের খবর ডেস্ক :জাপান সাগরে একটি নকল লক্ষ্যবস্তুতে জাহাজ-বিধ্বংসী সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) এ পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী।
নিজেদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো জাপান সাগরে একটি নকল সামুদ্রিক লক্ষ্যবস্তুতে মস্কিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নকল লক্ষ্যবস্তুটি ৬২ দশমিক ১৪ মাইল (১০০ কিলোমিটার) দূরে ছিল। দুটি মস্কিট ক্রুজ মিসাইল দিয়ে এটিতে সরাসরি আঘাত করা হয়। এ পরীক্ষায় আমরা সফল হয়েছি। পি-২৭০ মস্কিট হলো সোভিয়েত আমলের মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি সমুদ্রের ৭৫ মাইলের (১২০ কিলোমিটার) মধ্যে থাকা যেকোনো জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
রাশিয়ার সুপারসনিক নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষতি বা হতাহত নেই বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেছেন, মস্কোর এ ধরনের অভিযান সম্পর্কে টোকিং যথেষ্ট সজাগ থাকবে। এক সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালু রেখেছে রাশিয়া। এরমধ্যেই মস্কোর সেনারা জাপানের আশপাশের অঞ্চলসহ অন্যান্য স্থানে নিজেদের সক্রিয়তা বাড়াচ্ছে। জাপান এ পদক্ষেপের নিন্দা জানাচ্ছে। রাশিয়া ও বেলারুশকে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বন্ধের আহ্বান জানানো হচ্ছে।