ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

জাপান রাষ্ট্রদূতকে ‘দুষ্ট লোক’ ভুল তথ্য দিয়েছে: : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোনো দুষ্ট লোকের ভুল তথ্যে জাপানের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত খুব সাদাসিধে মানুষ। কোনো ‘দুষ্ট লোক’ তাকে এমন ভুল তথ্য দিয়েছে।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
জাপান রাষ্ট্রদূতের সেই বক্তব্যে উদ্বিগ্ন নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্ট লোকের তথ্যে তিনি বলেছেন পুলিশ এসে ভোট দিয়েছে। তিনি সেটা বলে ফেলেছেন। তবে তিনি ভালো মানুষ। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, জাপানের রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দাওয়াতটা দুবছর আগের। করোনার কারণে যাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। তিনি বলেন, জাপানের সংসদে বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু প্রস্তাব আসবে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন। এছাড়া কোভিডের কারণে জাপানের এখনও কোয়ারেন্টাইন করতে হয়। তারা মাত্র ১০ জনের মতো অনুমতি দেবে কিন্তু আমরাতো বিরাট দল যাব।
তিনি আরো বলেন, জাপানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তারা আমাদের ভালো বন্ধু। জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। আমরা অবশ্যই জাপানে যাব।
প্রসঙ্গত, রাজধানীতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাপান রাষ্ট্রদূতকে ‘দুষ্ট লোক’ ভুল তথ্য দিয়েছে: : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : কোনো দুষ্ট লোকের ভুল তথ্যে জাপানের রাষ্ট্রদূত নির্বাচন নিয়ে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত খুব সাদাসিধে মানুষ। কোনো ‘দুষ্ট লোক’ তাকে এমন ভুল তথ্য দিয়েছে।’ গতকাল রবিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
জাপান রাষ্ট্রদূতের সেই বক্তব্যে উদ্বিগ্ন নন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্ট লোকের তথ্যে তিনি বলেছেন পুলিশ এসে ভোট দিয়েছে। তিনি সেটা বলে ফেলেছেন। তবে তিনি ভালো মানুষ। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, জাপানের রাজনৈতিক অস্থিরতা ও করোনার প্রকোপ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দাওয়াতটা দুবছর আগের। করোনার কারণে যাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে। তিনি বলেন, জাপানের সংসদে বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু প্রস্তাব আসবে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন। এছাড়া কোভিডের কারণে জাপানের এখনও কোয়ারেন্টাইন করতে হয়। তারা মাত্র ১০ জনের মতো অনুমতি দেবে কিন্তু আমরাতো বিরাট দল যাব।
তিনি আরো বলেন, জাপানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তারা আমাদের ভালো বন্ধু। জাপানের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। আমরা অবশ্যই জাপানে যাব।
প্রসঙ্গত, রাজধানীতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি। অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না।’