ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

  • আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: জাপান এয়ারলাইন্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে এই সাইবার হামলা হয়। ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সকালের দিকে বিমান পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি।
সোশ্যাল মিডিয়ায় টুইট করে গোটা ঘটনাটির কথা জানিয়ছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
সংস্থাটি জানিয়েছে, একটি পুরোনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে।

সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভেতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনও টিকিট কাটা যাচ্ছে না বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।
নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। গোটা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে এই প্রথম জাপানে এমন ঘটনা ঘটল না।
২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল।

২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিদেশের খবর ডেস্ক: জাপান এয়ারলাইন্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে এই সাইবার হামলা হয়। ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে সকালের দিকে বিমান পরিষেবায় বিশেষ বিঘ্ন ঘটেনি।
সোশ্যাল মিডিয়ায় টুইট করে গোটা ঘটনাটির কথা জানিয়ছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
সংস্থাটি জানিয়েছে, একটি পুরোনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে।

সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভেতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনও টিকিট কাটা যাচ্ছে না বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।
নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। গোটা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে এই প্রথম জাপানে এমন ঘটনা ঘটল না।
২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল।

২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।