আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে ৫ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী টোকিওর পূর্ব দিকে অবস্থিত ইবারাকি প্রিফেকচারের দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পে টোকিওয়ার ভবনগুলো কেঁপে উঠতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।