ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

জাপানে মডার্নার টিকায় ফের কালো কণা শনাক্ত

  • আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : জাপানে মডার্নার করোনাভাইরাসের টিকায় ফের কালো কণা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটির কানাগাওয়া এলাকার গবেষকরা ভ্যাকসিনটিতে এই দূষণ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এ নিয়ে জাপানে মডার্নার ভ্যাকসিনে দ্বিতীয় দফায় কালো কণা শনাক্তের খবর এলো। এর আগে এ সপ্তাহের গোড়ার দিকে এই টিকায় ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার ভ্যাকসিনটিতে দ্বিতীয় দফায় দূষণ খুঁজে পাওয়ায় ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার আগেই ওই চালান থেকে তিন হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের আগে সেটি পরীক্ষার সময় একটি ভায়ালে কয়েকটি কালো কণার সন্ধান মেলে। এ ঘটনায় ওই লটের যাবতীয় টিকার প্রয়োগ স্থগিত করা হয়েছে। এর আগের দফায় মডার্নার ভ্যাকসিনে দূষণ পাওয়ার ঘটনায় ভ্যাকসিনটির ২৬ লাখ ডোজ প্রয়োগ স্থগিত করে জাপান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাপানে মডার্নার টিকায় ফের কালো কণা শনাক্ত

আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : জাপানে মডার্নার করোনাভাইরাসের টিকায় ফের কালো কণা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটির কানাগাওয়া এলাকার গবেষকরা ভ্যাকসিনটিতে এই দূষণ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এ নিয়ে জাপানে মডার্নার ভ্যাকসিনে দ্বিতীয় দফায় কালো কণা শনাক্তের খবর এলো। এর আগে এ সপ্তাহের গোড়ার দিকে এই টিকায় ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার ভ্যাকসিনটিতে দ্বিতীয় দফায় দূষণ খুঁজে পাওয়ায় ওই চালানের বাকি টিকাগুলো আপাতত প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে তার আগেই ওই চালান থেকে তিন হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগের আগে সেটি পরীক্ষার সময় একটি ভায়ালে কয়েকটি কালো কণার সন্ধান মেলে। এ ঘটনায় ওই লটের যাবতীয় টিকার প্রয়োগ স্থগিত করা হয়েছে। এর আগের দফায় মডার্নার ভ্যাকসিনে দূষণ পাওয়ার ঘটনায় ভ্যাকসিনটির ২৬ লাখ ডোজ প্রয়োগ স্থগিত করে জাপান।