ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

জাপানে টয়োটার ১৪ কারখানা বন্ধ, সন্দেহ সাইবার হামলার

  • আপডেট সময় : ১০:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সাইবার হামলা সন্দেহে জাপানে কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখেছে বিশ্বের শীর্ষ অটোমোবাইল নির্মাতা টয়োটা।
জাপানে অবস্থিত ১৪টি কারখানার উৎপাদন বন্ধ করার খবর প্রথম জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিককেই। প্রতিবেদন বলছে, সাইবার হামলার শিকার হওয়ার সন্দেহ করছে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কোজিমা ইনডাস্ট্রিজ কর্পোরেশন’। উৎপাদন থামিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। টয়োটার মোট উৎপাদনের এক-তৃতীয়াংশই আসে জাপান থেকে। মঙ্গলবারের পরেও কারখানাগুলোর উৎপাদন বন্ধ রাখা হবে কি না জানা নেই– ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে টয়োটা।
উৎপাদন সংখ্যার বিচারে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ বছরে ৮৫ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য ছিল। কারখানাগুলো বন্ধ রাখায় অন্তত ১৩ হাজার গাড়ির উৎপাদন কাজ পিছিয়ে যাবে বলে জানিয়েছে বিবিসি।
তবে, সাইবার হামলার কথা উল্লেখ না করে টয়োটা ঘটনার ব্যাখ্যা দিয়েছে ‘সিস্টেম ফেইলিয়র’ হিসেবে। “জাপানে সিস্টেম ফেইলিয়রের কারণে, আমরা ১৪টি স্থানীয় কারখানার সবগুলোতে ২৮টি লাইনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি”-সংবাদকর্মীদের বলেছে টয়োটা। গেল বছরে বিশ্বের সার্বিক প্রযুক্তি খাতের মতো চিপ সঙ্কটে বিপাকে পড়েছিল অটোমোবাইল নির্মাণ শিল্প। বিশ্ববাজারে সেমি-কন্ডাক্টর চিপের ঘাটতির প্রভাব পড়েছিল টয়োটার উৎপাদনেও। রয়টার্সের প্রতিবেদন বলছে, উৎপাদন বন্ধ করে দেওয়া কারখানাগুলোর মধ্যে আছে টয়োটার অধিভূক্ত প্রতিষ্ঠান ‘হিনো মোটর্স’ এবং ‘দাইহাটসু মোটর’।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাপানে টয়োটার ১৪ কারখানা বন্ধ, সন্দেহ সাইবার হামলার

আপডেট সময় : ১০:২০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

প্রযুক্তি ডেস্ক : সাইবার হামলা সন্দেহে জাপানে কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখেছে বিশ্বের শীর্ষ অটোমোবাইল নির্মাতা টয়োটা।
জাপানে অবস্থিত ১৪টি কারখানার উৎপাদন বন্ধ করার খবর প্রথম জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিককেই। প্রতিবেদন বলছে, সাইবার হামলার শিকার হওয়ার সন্দেহ করছে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কোজিমা ইনডাস্ট্রিজ কর্পোরেশন’। উৎপাদন থামিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। টয়োটার মোট উৎপাদনের এক-তৃতীয়াংশই আসে জাপান থেকে। মঙ্গলবারের পরেও কারখানাগুলোর উৎপাদন বন্ধ রাখা হবে কি না জানা নেই– ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছে টয়োটা।
উৎপাদন সংখ্যার বিচারে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ বছরে ৮৫ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য ছিল। কারখানাগুলো বন্ধ রাখায় অন্তত ১৩ হাজার গাড়ির উৎপাদন কাজ পিছিয়ে যাবে বলে জানিয়েছে বিবিসি।
তবে, সাইবার হামলার কথা উল্লেখ না করে টয়োটা ঘটনার ব্যাখ্যা দিয়েছে ‘সিস্টেম ফেইলিয়র’ হিসেবে। “জাপানে সিস্টেম ফেইলিয়রের কারণে, আমরা ১৪টি স্থানীয় কারখানার সবগুলোতে ২৮টি লাইনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি”-সংবাদকর্মীদের বলেছে টয়োটা। গেল বছরে বিশ্বের সার্বিক প্রযুক্তি খাতের মতো চিপ সঙ্কটে বিপাকে পড়েছিল অটোমোবাইল নির্মাণ শিল্প। বিশ্ববাজারে সেমি-কন্ডাক্টর চিপের ঘাটতির প্রভাব পড়েছিল টয়োটার উৎপাদনেও। রয়টার্সের প্রতিবেদন বলছে, উৎপাদন বন্ধ করে দেওয়া কারখানাগুলোর মধ্যে আছে টয়োটার অধিভূক্ত প্রতিষ্ঠান ‘হিনো মোটর্স’ এবং ‘দাইহাটসু মোটর’।