ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

  • আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধপথে আরও বেশি রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান।

এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আপডেট সময় : ০৩:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এছাড়া দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিশেষ গ্রাফিতি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বৈধপথে আরও বেশি রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানান।

এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

এসি/