প্রত্যাশা ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে জাপানে ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করে জানিয়েছে, সামনে আরো ভয়াবহ গরম অপেক্ষা করছে।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ যেমন আরো ঘন ঘন ও তীব্র হচ্ছে, জাপানও তার ব্যতিক্রম নয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুলাই মাসে দেশজুড়ে গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কালের তুলনায় ২ দশমিক ৮৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা একটি নতুন রেকর্ড। এটি টানা তৃতীয় বছর, যখন জুলাই মাসের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙেছে।
গত ৩০ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই জাপানের ইতিহাসে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী আগস্ট মাসেও দেশজুড়ে তীব্র গরম অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে, জুলাই মাসে জাপানের বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাতও ছিল অত্যন্ত কম, বিশেষ করে সাগরসংলগ্ন উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হয়েছে।
জাপানের পশ্চিমাঞ্চলে এ বছর বর্ষাকালও স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন সপ্তাহ আগে শেষ হয়েছে- এটিও একটি নতুন রেকর্ড।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানের ঐতিহ্যবাহী চেরি ফুল এখন আগেভাগেই ফোটে, আবার অনেক সময় শীতকালে যথেষ্ট ঠান্ডা না পড়ায় গাছগুলো ফুল ফোটায়ই না। এছাড়া, বিখ্যাত ফুজি পর্বতের তুষারঢাকাও বিগত বছর সবচেয়ে দীর্ঘ সময় অনুপস্থিত ছিল। আগে যেখানে অক্টোবরের শুরুতে তুষার দেখা যেত, সেখানে এবার তা দেখা যায়নি নভেম্বরের আগ পর্যন্ত। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন শুধু তাপমাত্রা বা বৃষ্টিপাতেই সীমাবদ্ধ নয় বরং জাপানের ঋতুচক্র ও প্রাকৃতিক সৌন্দর্যেও গভীর প্রভাব ফেলছে। সূত্র: এএফপি