প্রত্যাশা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। সোমবার তিনি দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে জাপানের পার্লামেন্টের উভয় হাইজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। সোমবারই তার মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণার খবর জানা যায়। তিনি সুগার স্থলাভিষিক্ত হলেন। সুগা আসন্ন ভোটে দলকে নেতৃত্ব দিতে চাননি। করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য সুগার জনপ্রিয়তা কমে গেছিল। নতুন প্রধানমন্ত্রীর কাছে সব চেয়ে বড় প্রত্যাশা হলো, তিনি করোনাকালে চাপের মধ্যে থাকা অর্থনীতির হাল ফেরাবেন। কিশিদা বলেছেন, তিনি আর্থিক সংস্কারের কাজ চালিয়ে যাবেন। তিনি এই বছরের শেষে ৩০ ট্রিলিয়ান ইয়েনের বিশেষ প্যাকেজও দিতে চান। এই প্যাকেজের ফলে অর্থনীতি আবার চাঙ্গা হবে বলে তার আশা। তিনি নিও-লিবারালিসম থেকে সরে নিউ জাপানি ক্যাপিটালিজমের দিকে দেশকে নিয়ে যেতে চান। কর ব্যবস্থার সংস্কার করে তিনি মানুষের হাতে আরো অর্থ তুলে দিতে চান। আগামী ২৮ নভেম্বর জাপানে নির্বাচন। সেখানে কিশিদা তার দলকে নেতৃত্ব দেবেন।
জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ