ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

জানুয়ারিতে রেকর্ড আমাজন বন উজাড়

  • আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনের ব্রাজিল অংশে গত জানুয়ারিতে গাছ কাটার রেকর্ড হয়েছে। এক বছর আগের তুলনায় বন উজাড় বেড়েছে কয়েক গুণ। ব্রাজিলের সরকারি মহাকাশ সংস্থার উপগ্রহ চিত্রের ভিত্তিতে আমাজনের বন উজাড় নিয়ে এসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে। খবর বিবিসির।
২০২১ সালের জানুয়ারির তুলনায় গত মাসে আমাজনে পাঁচ গুণ বেশি গাছ কাটা হয়েছে, যা ২০১৫ সাল থেকে বন ধ্বংসের রেকর্ড রাখার পর এক মাসে সর্বোচ্চ।
গত জানুয়ারিতে মোট ৪৩০ বর্গকিলোমিটার (১৬৬ বর্গমাইল) বন উজাড় হয়েছে জানিয়ে বলা হচ্ছে, এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটানের চেয়ে সাত গুণ বড়। আমাজনের ব্রাজিল অংশে বন উজাড় ত্বরান্বিত করতে অনুমতি দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোকে দুষছেন পরিবেশবাদীরা। বিবিসি বলছে, ‘জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের বড় এক সংকট হিসেবে দেখা দিয়েছে। যদি আমরা এই সংকট মোকাবিলা করতে চাই, তাহলে আমাজনকে রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।’
কাঠের জন্য ছাড়াও বিশ্বের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী কোম্পানির কাছে সরবরাহের জন্য বন উজাড় করে সেসব জায়গায় চাষাবাদের জমি তৈরি করা হচ্ছে।
গত বছর যুক্তরাজ্যের গ¬াসগো শহরে কপ ২৬ জলবায়ু সম্মেলনে শতাধিক সরকার ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করে গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়েছিল। পরিবেশবাদীরা বলছেন, ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনপের উপগ্রহচিত্র বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন রক্ষায় ব্রাজিল সরকারের প্রতিশ্রুতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ব্রাজিলের ক্রিশ্চিয়ানে মাজেত্তির ইনপের তথ্য-উপাত্ত তুলে ধরে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ রক্ষার কথা বললেও ব্রাজিল সরকারের কার্যক্রম এর সঙ্গে কতটা সাংঘর্ষিক, সবশেষ প্রকাশ হওয়া উপগ্রহচিত্র থেকেই বিষয়টি উঠে এসেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জানুয়ারিতে রেকর্ড আমাজন বন উজাড়

আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

প্রত্যাশা ডেস্ক : পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনের ব্রাজিল অংশে গত জানুয়ারিতে গাছ কাটার রেকর্ড হয়েছে। এক বছর আগের তুলনায় বন উজাড় বেড়েছে কয়েক গুণ। ব্রাজিলের সরকারি মহাকাশ সংস্থার উপগ্রহ চিত্রের ভিত্তিতে আমাজনের বন উজাড় নিয়ে এসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে। খবর বিবিসির।
২০২১ সালের জানুয়ারির তুলনায় গত মাসে আমাজনে পাঁচ গুণ বেশি গাছ কাটা হয়েছে, যা ২০১৫ সাল থেকে বন ধ্বংসের রেকর্ড রাখার পর এক মাসে সর্বোচ্চ।
গত জানুয়ারিতে মোট ৪৩০ বর্গকিলোমিটার (১৬৬ বর্গমাইল) বন উজাড় হয়েছে জানিয়ে বলা হচ্ছে, এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটানের চেয়ে সাত গুণ বড়। আমাজনের ব্রাজিল অংশে বন উজাড় ত্বরান্বিত করতে অনুমতি দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোকে দুষছেন পরিবেশবাদীরা। বিবিসি বলছে, ‘জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের বড় এক সংকট হিসেবে দেখা দিয়েছে। যদি আমরা এই সংকট মোকাবিলা করতে চাই, তাহলে আমাজনকে রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।’
কাঠের জন্য ছাড়াও বিশ্বের বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী কোম্পানির কাছে সরবরাহের জন্য বন উজাড় করে সেসব জায়গায় চাষাবাদের জমি তৈরি করা হচ্ছে।
গত বছর যুক্তরাজ্যের গ¬াসগো শহরে কপ ২৬ জলবায়ু সম্মেলনে শতাধিক সরকার ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করে গাছ রোপণের প্রতিশ্রুতি দিয়েছিল। পরিবেশবাদীরা বলছেন, ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনপের উপগ্রহচিত্র বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বন রক্ষায় ব্রাজিল সরকারের প্রতিশ্রুতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ব্রাজিলের ক্রিশ্চিয়ানে মাজেত্তির ইনপের তথ্য-উপাত্ত তুলে ধরে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ রক্ষার কথা বললেও ব্রাজিল সরকারের কার্যক্রম এর সঙ্গে কতটা সাংঘর্ষিক, সবশেষ প্রকাশ হওয়া উপগ্রহচিত্র থেকেই বিষয়টি উঠে এসেছে।