প্রযুক্তি ডেস্ক: নতুন বছরের শুরুতেই নিজেদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন প্রকাশ করতে যাচ্ছে চীনা ফোন নির্মাতা কোম্পানি ওয়ানপ্লাস। রীতি অনুসারেই নতুন সিরিজের নাম হতে চলেছে ওয়ানপ্লাস ১৩।
ফোনটি উন্মোচনের সম্ভাব্য তারিখ ৭ জানুয়ারি ২০২৫। একই আয়োজনে কোম্পানি নিজেদের ‘ওয়ানপ্লাস বাডস প্রো ৩’ প্রকাশ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
তিনটি রঙের ভ্যারিয়েন্টে আসছে ওয়ানপ্লাস ১৩, সেগুলো হল ‘আর্কটিক ডন’, ‘ব্ল্যাক একলিপস’, ‘মিডনাইট ওশন’। ‘মিডনাইট ওশন’ রঙের ফোনটিতে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে মাইক্রোফাইবার চামড়া। পাশাপাশি, ওয়ানপ্লাসের দাবি আর্কটিক ডন ভ্যারিয়েন্টে রয়েছে নতুন ধরনের গ্লাস কোটিং, যা ফোন খাতে এ প্রথম।
ফোনে রয়েছে আরও কিছু প্রথম, ‘ওয়ানপ্লাস ১৩’ -এর সব মডেলেই থাকছে ‘আইপি৮’ এবং ‘আইপি৬৯’ রেটিং। ‘আইপি৬৮’ সার্টিফিকেশন বোঝায় যে এটি পানি ও ধুলোবালি থেকে ফোনকে সুরক্ষিত রাখে। ‘আইপি৯’ পানির সুরক্ষার বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এ সার্টিফিকেশন প্রতিশ্রুতি দেয় ডিভাইসটি পানির উচ্চ চাপ সহ্য করতে পারবে। আর ওয়ানপ্লাস ১৩ ‘আইপি৬৯’ রেটিংওয়ালা প্রথম মূলধারার স্মার্টফোন হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
ফোনের স্ক্রিনে থাকছে ‘২কে ১২০এফপিএস’ রেজুলিউশন এবং সর্বোচ্চ চার হাজার ৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস। ওয়ানপ্লাস বলছে, ‘ডিসপ্লেটি স্বচ্ছতা, উজ্জ্বলতা ও রঙের বিষয়টি নতুন করে চেনাবে।”
কোম্পানির মালিকানাধীন অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অক্সিজেনওএস ১৫ ব্যবহার করবে ওয়ানপ্লাস ১৩। নতুন অপারেটিং সিস্টেমটিতে থাকছে নতুন সব এআই ফিচার। এর মধ্য উল্লেখযোগ্য ফিচারটির নাম হল ‘ইন্টেলিজেন্ট সার্চ’। ফিচারের মাধ্যমে ম্যানুয়ালি ফোনের ফাইল খোঁজার পরিবর্তে প্রম্পট ব্যবহার করেই ফাইল খুঁজতে পারবেন ব্যবহারকারীরা।
ফোন ব্যবহার ও কার্যক্রম মসৃণ করতে ডিভাইসে থাকছে সদ্য প্রকাশিত ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট’ চিপসেট।
‘ওয়ানপ্লাস বাডস প্রো ৩’ ইয়ারবাড আসছে স্যাফায়ার ব্লু রঙে এবং ওয়ানপ্লাস ১৩ ফোনের মাধ্যমে চালিত এআই অনুবাদ ফিচার থাকবে এতে। এ ছাড়া ইয়ারবাড সম্পর্কে অন্যান্য তথ্য এখনো অজানা। ওয়ানপ্লাস ১৩ সিরিজের অন্যান্য ফোন সম্পর্কেও দ্রুত ঘোষণা আসতে পারে। তবে, প্রথম ফোন ইয়ারবডসের দাম এবং বাজারে আসার নির্দিষ্ট তারিখের তথ্য আপাতত নেই বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।