বিনোদন ডেস্ক: সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও। যেখানে দেখা যায়, অনুষ্ঠানে অংশ নেওয়া একজন নারী মডেল খোলামেলা পোশাকে পরে বসে আছেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। ছড়িয়ে পড়া সেই ভিডিও’র দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি ওই মডেলের পোশাক ও এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন। আহ্বান জানিয়েছেন, এগুলো বন্ধ করার।
মুক্তির কথায়, ‘জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামঅবস্থা, আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। অনুরোধ রইল।’
মুক্তির এই আহ্বানের সঙ্গে শোবিজের অনেকেই একাত্মতা জানিয়েছেন। অভিনেত্রী রত্না কবির বলছেন, ‘খুবই দুঃখজনক! এগুলো দেখলে লজ্জা লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘এখন তো আপু অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান আছে এসব অখাদ্য স্বঘোষিত তারকাদের কাছ থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট নিয়ে ওদের পুরস্কৃত করছে। এটাও এক ধরনের বিজনেস। আর ঘুরেফিরে দেখি এরাই প্রতিটি অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে।’
ওআ/আপ্র/১৫/১০/২০২৫