ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

জানা গেলো আর্জেন্টাইন ফুটবলারকে লাথি মারা সেই বাংলাদেশি ফুটবলারের পরিচয়

  • আপডেট সময় : ০৭:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক:  লাতিন–বাংলা সুপার কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের ৩ নম্বর জার্সিধারী ডিফেন্ডার ইহসান হাবিব রেদোয়ান আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের এক ফুটবলারের প্রতি ইচ্ছাকৃত লাথি মারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার কারণে রেফারি দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

ভিডিওতে দেখা গেছে, ইহসান হাবিব রেদোয়ান এক আর্জেন্টাইন খেলোয়াড়কে লাথি মারছেন এবং অন্য এক আর্জেন্টাইন ফুটবলারের মাথায় আঘাত করছেন। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে।

ইহসান হাবিব রেদোয়ান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের একজন প্রতিভাবান ফুটবলার। তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণে বলা যায়, খেলার পঞ্চম মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে রেড এন্ড গ্রিনের মানিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে আর্জেন্টিনার অ্যালান সারমিয়েস্তা ফ্রি কিক থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে। ম্যাচ শেষে কোন দলই আর গোল করতে না পারায় ১–১ গোলে ম্যাচ ড্র হয়।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্স ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে ৪–০ গোলে হেরেছিল। এই ঘটনার পর থেকে ইহসান হাবিব রেদোয়ান এবং রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের প্রতি সমালোচনার ঝড় চলছে সামাজিক মাধ্যমে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি আইন প্রণয়নে গোপনীয়তার আশ্রয় নিয়েছে অন্তর্বর্তী সরকার

জানা গেলো আর্জেন্টাইন ফুটবলারকে লাথি মারা সেই বাংলাদেশি ফুটবলারের পরিচয়

আপডেট সময় : ০৭:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক:  লাতিন–বাংলা সুপার কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের ৩ নম্বর জার্সিধারী ডিফেন্ডার ইহসান হাবিব রেদোয়ান আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের এক ফুটবলারের প্রতি ইচ্ছাকৃত লাথি মারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দল আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। ম্যাচ চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে হাতাহাতির ঘটনা ঘটে, যার কারণে রেফারি দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

ভিডিওতে দেখা গেছে, ইহসান হাবিব রেদোয়ান এক আর্জেন্টাইন খেলোয়াড়কে লাথি মারছেন এবং অন্য এক আর্জেন্টাইন ফুটবলারের মাথায় আঘাত করছেন। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও আলোচনা চলছে।

ইহসান হাবিব রেদোয়ান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের একজন প্রতিভাবান ফুটবলার। তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণে বলা যায়, খেলার পঞ্চম মিনিটে মাসুদ রানার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে রেড এন্ড গ্রিনের মানিকের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে আর্জেন্টিনার অ্যালান সারমিয়েস্তা ফ্রি কিক থেকে গোল করে সমতা ফিরিয়ে আনে। ম্যাচ শেষে কোন দলই আর গোল করতে না পারায় ১–১ গোলে ম্যাচ ড্র হয়।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্স ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের কাছে ৪–০ গোলে হেরেছিল। এই ঘটনার পর থেকে ইহসান হাবিব রেদোয়ান এবং রেড এন্ড গ্রিন ফিউচার স্টার্সের প্রতি সমালোচনার ঝড় চলছে সামাজিক মাধ্যমে।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫