নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গতকাল শনিবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ দেয়। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নতুন সেনাপ্রধান। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শফিউদ্দিন আহমেদ। গত বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। এর আগে সেদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সেনাবাহিনীর নতুন প্রধানকে ‘জেনারেল’ র্যাঙ্ক ব্যাজ পরান।
জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ