বিনোদন প্রতিবেদক : জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে উদীচী সম্মেলন। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন। বৃহস্পতিবার (০২ জুন) বিকেল ৪টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এর যাত্রা হয়। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র ম-ল। এবার সম্মেলনের মূল স্লোগান- ‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে।’ উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে অংশ নেবেন নাট্যজন মামুনুর রশিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এবারের সম্মেলনে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। মুন্সিগঞ্জের স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র ম-লকে সম্মেলনের উদ্বোধক করা প্রসঙ্গে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, ‘হৃদয় ম-ল কোনো ব্যক্তি নন, তাকে আমরা প্রতীক হিসেবে দেখি। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে বিজ্ঞান মনষ্কতা, উগ্রতার বিরুদ্ধে মননশীলতার প্রতীক। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষক আসবেন, আমাদের উজ্জীবিত করবেন।’ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘হৃদয় চন্দ্র ম-ল যে সাহস ও অনমনীয়তা দেখিয়েছেন, সেটা আমাদের উজ্জীবিত করে। এখনও সমাজে এমন ধরনের মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন; যারা তাদের ছাত্রদের শেখাচ্ছেন। তাদের মর্যাদা দেওয়া ও সম্মান দেখানো রাষ্ট্রের ও আমাদের দায়িত্ব।’
জাতীয় সংগীত দিয়ে শুরু হলো উদীচী সম্মেলন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ