নিজস্ব প্রতিবেদক : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন নাসরীন আফরোজা। এর আগে তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের (অতিরিক্ত সচিব) দায়িত্ব পালন করতেন। নাসরীন আফরোজাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়াও একজন সচিব ও আরেকজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ণ, পরিদর্শন ও অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. মামুন আল রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আফরোজা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ