ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মাতাবেন তারকারা

  • আপডেট সময় : ১২:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই আয়োজনে রাখা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নিতে দেখা যাবে চলচ্চিত্রের প্রবীণ-নবীন তারকারা। নাচে-গানে এই আয়োজন মাতাবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে একসঙ্গে পারফার্ম করবেন ইমন, দীঘি ও পূজা। এ প্রসঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন জানান, তিনি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানের সঙ্গে নাচবেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তি পাই। এছাড়া উপস্থাপনা আমি সবসময় উপভোগ করি। জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীরা চূড়ান্ত অনুশীলনে অংশ নেবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান মাতাবেন তারকারা

আপডেট সময় : ১২:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

বিনোদন প্রতিবেদক : বারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই আয়োজনে রাখা হয়েছে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশ নিতে দেখা যাবে চলচ্চিত্রের প্রবীণ-নবীন তারকারা। নাচে-গানে এই আয়োজন মাতাবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে একসঙ্গে পারফার্ম করবেন ইমন, দীঘি ও পূজা। এ প্রসঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন জানান, তিনি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানের সঙ্গে নাচবেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তি পাই। এছাড়া উপস্থাপনা আমি সবসময় উপভোগ করি। জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীরা চূড়ান্ত অনুশীলনে অংশ নেবেন।