বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দুনিয়া এবং বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী রাশমিকা মানদানা নামটির সঙ্গে চলে আসে ‘জাতীয় ক্রাশ’ তকমা। তবে এই ধরনের তকমা ক্যারিয়ারে আদতে কোনো কাজে ‘আসে না’ বলে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস লিখেছে, এক সাক্ষাৎকারে ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিযে রাশমিকা এ কথা বলেছেন। তিনি বলেন, “এই ধরনের তকমা ক্যারিয়ারে কোন কাজে লাগে আমার জানা নেই। আমাকে আমার ভক্তরা জাতীয় ক্রাশ বলে থাকেন। তারা ভালোবাসেন বলেই এই তকমা দিয়েছেন। তবে এটি স্রেফ একটি তকমা।“
কেবল কাজকে সবকিছু থেকে ‘এগিয়ে রাখা’ উচিত বলে ভাষ্য এই নায়িকার। “যখন যে কাজ করি, সেটা দর্শকদের পছন্দ হল কী না, সেটাই সবচেয়ে বড় কথা।“ কদিন আগে মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘ছাবা’; সেখানে রাশমিকার নায়ক হয়েছেন ভিকি কৌশল। রাশমিকার পর্দায় আসা কন্নড় সিনেমা দিয়ে ২০১৬ সালে। দক্ষিণ ছাড়া বলিউডেও রাশমিকা কাজ করছেন এবং সফলতাও পেয়েছেন। তিনি বলেন, “২৪টি সিনেমা হয়েছে আমার। ইন্ডাস্ট্রিতে গুণী অভিনেত্রী কম নেই। তাদের পাশাপাশি দর্শকরা আমাকে পছন্দ করেন, তাতে আমি গর্বিত।“ এছাড়া গেল বছরের শেষ নাগাদ আসে ‘পুষ্পা ২: দ্য রুল’; সেখানে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
‘জাতীয় ক্রাশ’ তকমা কাজে আসে না: রাশমিকা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ