জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো— আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। এর পাশাপাশি অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় শিল্পীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ আরও নানা প্রতিবাদী গান ও পরে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গেয়ে ও পতাকা উত্তোলন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
উদীচী শিল্পীরা বলেন, আমরা দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্রান্তিলগ্নে পাশে ছিলাম, এখনো আছি ও ভবিষ্যতেও থাকবো। এখন কেন জাতীয় পতাকা ও সংগীতকে নিয়ে এমন ধৃষ্টতা দেখাবে কেউ? আমাদের জাতীয় সংগীত দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। তাহলে কেন অপ্রাসঙ্গিকভাবে এই কথা উঠবে এখন? আমরা দেশের যে কোনও প্রয়োজনে, যে কোনও ক্রান্তিলগ্নে পাশে ছিলাম, এখনও আছি ও ভবিষ্যতেও থাকবো। এখন কেন জাতীয় পতাকা ও সংগীতকে নিয়ে এমন দৃষ্টতা দেখাবে কেউ? আমাদের জাতীয় সংগীত দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। তাহলে কেন অপ্রাসঙ্গিকভাবে এই কথা উঠবে এখন?
আজকের প্রত্যাশা/কেএমএএ